বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
ব্রাহ্মণপাড়া - বুড়িচং বন্যায় নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১:৪০ এএম |





কুমিল্লায় গোমতী ও সালদানদী ভাঙা পড়ে বুড়িচং - ব্রাহ্মণপাড়ার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। বাড়ি ঘর তলিয়ে চলাচলের একমাত্র সম্ভব হয়ে দাড়িয়েছে নৌকা। 
ঢলের পানিতে ডুবে গেছে ফসলি জমি, ডুবছে রাস্তাঘাট ও বাড়িঘর। বিভিন্ন এলাকায় বাড়িঘর ও সড়ক তলিয়ে যাওয়ায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না। এতে এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ব্রাহ্মণপাড়ার - বুড়িচং বন্যা পরিস্থিতি। এরই প্রেক্ষিতে ডিঙি নৌকা তৈরির হিড়িক পড়েছে দুই উপজেলার বিভিন্ন এলাকায়।
গতকাল সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কারিগররা বিভিন্ন আকারের ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ তৈরি করা নৌকায় আলকাতরা মাখাচ্ছেন। কেউ কেউ কাঠ কাটা ও জোড়া দেওয়ার কাজ করছেন। সব মিলিয়ে কারিগরদের জন্য দম ফেলার ফুরসত নেই।
প্রয়োজনের তাগিদে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন ক্রেতারা। কোনো কোনো ক্রেতা অগ্রিম বায়না দিতে দাঁড়িয়ে আছেন। দাম কিছুটা বেশি হলেও এই বিপদের সময়ে নৌকা পাওয়াই বড় কথা। ছোট-বড় হিসেবে প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে।
জানা গেছে, সাধারণত এই উপজেলায় একসময় নৌকার কদর ছিল। তবে গত তিন দশকে রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়নের ফলে নৌকার চাহিদায় ভাটা পড়ে। তাই এই উপজেলায় তেমন কোনো নৌকা নেই। তবে এবার গোমতী নদীর ও সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অন্যান্য এলাকাও প্লাবিত হচ্ছে। যার ফলে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যাচ্ছে, এ জন্য দীর্ঘ বছর পর আবারও দুই উপজেলায় নৌকার চাহিদা সৃষ্টি হয়েছে। যে কারণে নৌকা তৈরির কারিগররা নৌকা তৈরিতে মনোনিবেশ দিয়েছেন। ক্রেতারাও নৌকা কিনতে ভিড় করছেন।
নৌকা তৈরির কারিগর দীলিপ সূত্রধর বলেন, সারা বছর কাঠমিস্ত্রির কাজ করে বিভিন্ন আসবাবপত্র তৈরি করি। উপজেলায় নৌকার তেমন চাহিদা নেই। তাই পুরো বছরে বর্ষা মৌসুমে দু-চারটা নৌকা তৈরি করি। তবে এ বছর দেশের বিভিন্ন এলাকার মতো ব্রাহ্মণপাড়া- বুড়িচং বন্যাকবলিত হওয়ায় হঠাৎ করে নৌকার চাহিদা তৈরি হয়েছে। তাই আমরা কারিগররা এখন সব কাজ ফেলে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছি।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা দুলালপুরের বিশিষ্ট সমাজ সেবক আরিফুল ইসলাম ভূইয়া বলেন, এক সময় বুড়িচং - ব্রাহ্মণপাড়া মানুষ নৌকা ছাড়া চলাচল অসম্ভব ছিল। রাস্তা ঘাট উন্নতি হওয়ার নৌকায় চাহিদা কেমে গেছে।কিন্তু এ বছর গোমতী ও সালদানদী ভাঙা পড়ে বুড়িচং - ব্রাহ্মণপাড়া প্রায় সব এলাকার তলিয়ে যায় এর ফলে এ এলাকার মানুষের একমাত্র সম্ভব নৌকা হয়ে দাড়িয়েছে।তাই এ এলাকার মানুষ নৌকা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছে।
















সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২