মুক্তিযুদ্ধের
অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির
চেয়ারম্যান কাজী জাফর আহমদ এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ আগস্ট সোমবার
সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার। সভা
পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা এ এস এম
শামীম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায়
আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম
বাবলু, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন প্রেসিডিয়াম সদস্য নবাব
আলী আব্বাস খান, এড. মজিবুর রহমান, কাজী মোঃ নাহিদ, মাওলানা রুহুল আমিন,
এড. হোসনে আরা হাসান, আলহাজ্ব সেলিম মাস্টার, শফিউদ্দিন ভূইয়া, কাজী জয়া
আহমদ, মোঃ কামরুল হুদা, মোঃ শরীফ মিয়া, কাজী মোঃ নজরুল, হেদায়েত আলী খান
শোভা, কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, হান্নান আহমেদ খান বাবলু, ডা. মাহমুদ
হাসান ভূইয়া, নিজাম উদ্দিন সরকার, কাজী ফয়েজ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।