নিজস্ব
প্রতিবেদক: বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান
জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল
(অব)জাহাঙ্গীর আলম বলেছেন, গোমতীর ভাঙ্গন কবলিত বাঁধ প্রতিরক্ষার বিষয়ে
সেনাবাহিনীর সাথে কথা বলা হবে। এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বন্যায় ক্ষতিগ্রস্থ সবাইকে পুনর্বাসন করা হবেজানিয়ে তিনি বলেন, এই কাজ আমরা
সবাইকে নিয়ে করবো।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যা পরিস্থিতি ও ত্রাণ ব্যবস্থাপনা পর্যবেক্ষণে এসে তিনি এসব কথা বলেন।
এই
দুর্যোগের মুহূর্তে সবাইকে আরো বেশি করে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান
জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে
স্বেচ্ছাসেবীদের পাশাপাশি নৌ যান নিয়ে কাজ করছে নৌবাহিনী, সেনাবাহিনী,
পুলিশ, বিজিবিসহ সরকারি সব বিভাগ। পর্যাপ্ত ত্রান আছে, কিন্তু অনেক দূর্গ
তো এলাকায় এসব সামগ্রী পৌঁছে দিতে বেগ পেতে হচ্ছে । সবাই সচেষ্ট আছে।
বন্যার্ত মানুষ সহযোগিতা করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বন্যা
পরবর্তী সময়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে থাকবে।
দুর্গত এলাকাগুলোতে
ডাকাত আতঙ্কের বিষয়ে অবহিত করা হলে তিনি জানান, দুর্গত এলাকায় ডাকাতি রোধে
আইন শৃঙ্খলা বাহিনী যেমন কাজ করবে, তেমনি সাধারণ মানুষকেও একত্রিত ভাবে তা
প্রতিহত করতে হবে। মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রতিকূলতা মোকাবেলা করতে
হবে।
এসময় কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার
সাইদুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন।