দেশে
বর্তমানে ১১টি জেলা বন্যাপ্লাবিত। বন্যার শুরুতে সাত নদীর ১৪ পয়েন্টের পানি
বিপদসীমার ওপরে উঠলেও এখন কমতে শুরু করেছে। আজ পানি নামতে নামতে মাত্র এক
নদীর এক পয়েন্টের পানি বিপদসীমার ওপরে আছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস
অনুযায়ী ভারী বৃষ্টির কোনও শঙ্কা নেই। এতে আগামী কয়েক দিনের মধ্যে বন্যা
পরিস্থিতি আরও উন্নতি হয়ে সব নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাবে বলে আশা
করছেন সংশ্লিষ্টরা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়,
মঙ্গলবার (২৭ আগস্ট) দেশের এক নদীর এক স্টেশনের পানি বিপদসীমার ওপরে দিয়ে
প্রবাহিত হচ্ছে, সোমবার (২৬ আগস্ট) তিন নদীর তিন স্টেশনের পানি বিপদসীমার
ওপরে ছিল। এর মধ্যে গোমতি নদীর কুমিল্লা স্টেশনের পানি ১৩ থেকে নেমে পাঁচ
সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
কেন্দ্র থেকে জানানো হয়, মুহুরী নদীর পানি
(বিলোনিয়া-ত্রিপুরা) বিপদসীমার ২২৫ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। গত ৩
ঘণ্টায় পানি পাঁচ সেন্টিমিটার নিচে নেমেছে। অমরপুর (গোমতী) বিপদসীমার ১৫৮
সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছ, গত ৩ ঘণ্টায় পানি ছয় সেন্টিমিটার
কমেছে।
পূর্বাভাসে বলা হয়, গত ৩ ঘণ্টায় গঙ্গা নদীর পানি উজানে ফারাক্কা
পয়েন্টে অপরিবর্তিত আছে (২২ দশমিক ৭৬ মিটার) এবং দেশের অভ্যন্তরে পাংখা
পয়েন্টেও অপরিবর্তিত আছে (২০ দশমিক ৫৫ মিটার)। তাদের পূর্বাভাসে বলা হয়,
গঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত
অব্যাহত থাকতে পারে।
গত ৩ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া
ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের
অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত দেখা যায়নি এবং উজানের
নদ-নদীর পানি কমা অব্যাহত আছে। ফলে বর্তমানে পূর্বাঞ্চলীয় জেলাগুলোর
নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে।
মৌলভীবাজার,
হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া
সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের
উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময়
উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি কমতে পারে।
আবহাওয়া
সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ১৫ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও উজানে ভারী
বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী ও ফেনী
জেলার মুহুরী নদীর পানি কমতে পারে। এর কারণে আগামী ১৫ ঘণ্টায় কুমিল্লা
জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আবহাওয়া
সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ১৫ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও
উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের বান্দরবান,
খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী,
হালদা ও অন্যান্য প্রধান নদীগুলোর পানি কমতে পারে।
বাংলাদেশ আবহাওয়া
সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের
দক্ষিণাঞ্চলে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে আগামী ১৫
ঘণ্টায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের
সম্ভাবনা আছে, যে কারণে এই অঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা
এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি কমছে,
উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা-দুধকুমার নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা
আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।