কুমিল্লার
বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর কালিকাপুর এলাকায় বন্যার পানিতে মাছ
ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে মর্মান্তিক মৃত্যু হয়েছে আবুল হাসেম (৭০)
নামের এক বৃদ্ধ। গতকাল মঙ্গলবার সকালে এঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য
মোঃ লিটন রেজা জানান, বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর
উত্তরপাড়া এলাকার বৃদ্ধ আবুল হাসেম মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক
কিলোমিটার দুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথ সংলগ্ন একটি খালে মাছ ধরতে যায়। এসময়
বন্যার পানিতে নেমে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ পানির স্রোতে ভেসে যায়। তখন
আশপাশ এলাকায় ত্রান বিতরণে ব্যস্ত একটি নৌকা থেকে স্বেচ্ছাসেবীরা তাকে
উদ্ধার করে রেললাইন এলাকার শুস্কস্থানে নিয়ে আসে। খবর পেয়ে স্থানীয় ইউপি
সদস্য লিটন রেজা এসে তাকে মৃত অবস্থায় সনাক্ত করে। পরে পরিবারের লোকজন খবর
পেয়ে লাশ নিয়ে যায়।