ঢাকার
যাত্রাবাড়ীস্থ “দনিয়া কলেজ” পরিবারের পক্ষ থেকে ও বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের সার্বিক সহযোগিতায় মনোহরগঞ্জে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী
বিতরণ করা হয়েছে। কলেজের সহকারী অধ্যাপক সমীর হোসেন, মঈনুল হক ও সাগর
ভূঁইয়ার সমন্বয়ে মঙ্গলবার উপজেলার বরল্লা, জোড়পাইয়া, ঠেঙ্গারবাম, বিনয়ঘর,
কান্দি ও নারারপাড়ের একাংশে এবং বিভিন্ন স্থানে প্রায় ৪৫০টি পানিবন্দি
পরিবারের মাঝে প্রয়োজনীয় খাবার, ঔষধ ও শিশু দুধ বিতরণ করা হয়। ত্রাণ
বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক দিদারুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের
আহ্বায়ক ও সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া, সাংবাদিক মোঃ আলমগীর
হোসেন, সাইফুল ইসলাম শিমুল ও সৌরভ হোসেন প্রমুখ। উপহার সামগ্রী বিতরণকালে
সাগর ভূঁইয়া বলেন, আমরা প্রিন্ট মিডিয়ায় জানতে পারি, মনোহরগঞ্জের কিছু কিছু
জায়গা উপহার সামগ্রী পৌঁছায়নি, তাই আমরা যেসব অঞ্চলে উপহার সামগ্রী
পৌঁছায়নি সেসব অঞ্চলের উপহার সামগ্রী পৌঁছানোর চেষ্টা করেছি। মনোহরগঞ্জের
পানিবন্দি মানুষ অনেক কষ্টে আছে। আমরা মনোহরগঞ্জের পানিবন্দি মানুষে পাশে
দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের প্রতি অনুরোধ জানাচ্ছি।