নিজস্ব
প্রতিবেদক।। এক ব্যক্তিকে আটক করে মারধর, খালি চেক বইয়ে স্বাক্ষর ও
মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের
ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, আবদুল হামিদ ও তার পুত্র সাবেক
উপজেলা চেয়ারম্যান কামরুল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। সদর দক্ষিণ
উপজেলার বড় চলুন্ডা গ্রামের মাষ্টার বজলুর রহমানের ছেলে সফিউল আলম সোহাগ
কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৯নং আমলী আদালতে মামলাটি
করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান দুতিয়ারপুর গ্রামের মৃত বাবরু মিয়ার পুত্র মোঃ গোলাম সারোয়ার
(৬০), মোঃ আবদুল হামিদ (৭০), লালমাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
কামরুল হাসান শাহীন, গোলাম সারোয়ারের ব্যক্তিগত গাড়ির চালক আঃ রেজ্জাক
(৪২), দত্তপুর গ্রামের মু. শাহআলম (৩৫), চন্ডীমুড়া গ্রামের মো আবুল কালাম
(৪০) সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ৩০
সেপ্টেম্বর ভূশ্চি বাজার এলাকায় কোরবানির পশুর হাট দেখতে গিয়ে অভিযুক্তদের
দ্বারা মারধরের শিকার হন বাদী পানী উন্নয়ন বোর্ডের ঠিকাদার সফিউল আলম
সোহাগ। একপর্যায়ে আসামিরা তাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় এবং মারধর
করে টাকা আদায় করে এবং ব্ল্যাংক (খালি) চেকে স্বাক্ষর রেখে দেয় এবং
পরবর্তীতে আবারো তার কাছ থেকে অর্থ আদায় করে।
বাদীর অভিযোগ, এ ঘটনার পর
থানায় অভিযোগ দায়ের করা হলেও রাজনৈতিক প্রভাবশালী হওয়ার কারণে সেই সময় থানা
কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে নাই।