স্টাফ
রিপোর্টার।। কুমিল্লার নাঙ্গলকোটসহ ১৪ উপজেলার বন্যার্তদের মাঝে খাদ্য
পৌঁছে দিচ্ছে মানবতার ফেরিওয়ালা কুমিল্লা সদর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক
আবু বকর চৌধুরী। বুধবার কুমিল্লা নাঙ্গলকোটের বিভিন্ন এলার বন্যায় প্লাবিত
বাসিন্দাদের এ খাবার দেয়া হয়।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের আহ্বানে কুমিল্লার গণমানুষের নেতা বিএনপির চেয়ারপার্সনের
উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর নির্দেশে বন্যায় আটকে পড?া
মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মানুষের মালামালের পাশাপাশি উদ্ধারের
কাজে চলমান বন্যায় কুমিল্লার বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। কয়েক হাজার
মানুষের মধ্যে খাদ্য সহায়তা ইতিমধ্যে তিনি পৌঁছে দিয়েছেন এবং এখনও তা
অব্যাহত রেখেছেন। শিশু বাঁচ্চাসহ সকল মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে
দেয়ার জন্য সেচ্ছাসেবক টিমকে নিয়ে কাজ করছেন। দিন-রাত এ কুমিল্লার বানভাসীর
জন্য সহযোগিতা করে যাচ্ছেন।
আবু বকর চৌধুরী বলেন, দূযোর্গ বলে আসেনা।
হঠাৎ করে বন্যা হয়েছে। মানুষ প্রস্তুত ছিলনা এ বন্যার। অনেকে এক কাপড়ে ঘর
ছেড়েছেন। সামর্থ অনুযায়ী মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য।
আমি বিগত দিনে করোনা মহামারীরসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে ছিলাম।
ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন পর্যন্ত আমি পাশে থাকব ইনশাআল্লাহ।
খাদ্য
সহায়তার সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সিনিয়র
যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বার শামিম, সাবেক মেম্বার ইদ্রিস, সাবেক মেম্বার
শরীফ, ছাত্র দল নেতা নূর মোহাম্মদ, বিএনপি নেতা মনির লসকর, যুবদল নেতা
আনিসুর রহমান রাজু, শরীফ মজুমদার, খলিলুর রহমান, গলিয়ারা বিএনপি, যুবদল,
ছাত্রদলের নেতাকর্মীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।