কুমিল্লায়
মানবিক সংগঠন ফিউচার কুমিল্লার উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসমাগ্রী
বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার
বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বন্যার্তদের পানিবন্দী মানুষের কাছে গিয়ে তাদের
হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার
সকাল থেকে ফিউচার কুমিল্লার সদস্যরা বুড়িচং হরিপুর,জগৎপুর,বাকশীমুল দঃ
পশ্চিম পাড়া,বাকশীমুল উওর পাড়া, ব্রাহ্মণপাড়া উপজেলা মন্দভাগ বাগরা,
নাগাইশসহ আরো কয়েকটি গ্রামে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এই সময় ফিউচার
কুমিল্লা সংগঠনের টিম মেম্বার ওমর ফারুক সার্কিট, অন্তর আহমেদ সুমন,
সোহানুর রহমান ইয়াসিন, মাসুদ রানা, আখতার মোল্লা, পলাশ হায়দার,
শিবুদা,মকবুল হোসেন, নূরে আলম,ওয়াসিম, শিমুল,তাহসানসহ অন্যান্য সদস্যরা
উপস্থিত ছিলেন।