কুমিল্লার
মুরাদনগরে রাবেয়া আক্তার (১৫) নামে এক কিশোরীকে জবাই করে হত্যার ঘটনা
ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্বারপূর্বক ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত হত্যাকান্ডের ঘটনায় পুলিশ কাউকে আটক করতে
পারেনি।
নিহতের বাবা জাকির হোসেন এরশাদ বলেন, ‘আমার মেয়ে আমাদের সাথে বড়
ঘরে থাকতো। আমাদের আলগা (ছোট) ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে
উঠে তাকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে ওই ঘরে দেখি হাত-পা বাধাঁ ও গলা কাটা
অবস্থায় রাবেয়া আক্তারের মৃতদেহ খাটের উপরে পড়ে আছে। আমার মেয়েকে পরিকল্পিত
ভাবে হত্যা করছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই’।
মুরাদনগর
থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘প্রেম ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে
পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে । তবে হত্যাকারীদের শনাক্ত করতে
অনুসন্ধান চলছে।