প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১:৩৬ পিএম |
কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকলে যেভাবে চায় সেভাবে নির্বাচন দিতে হবে, দ্রুততার সাথে জনগণের দাবি অনুযায়ী জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। তিনি বলেন, কেউ চাঁদাবাজি, দখলদারি করলে ধরে পুলিশে দিতে হবে।
মির্জা ফখরুল শনিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এছাড়া বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া. বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন প্রমুখ বক্তব্য রাখেন।
তিনি বলেন, ছাত্রজনতার বিজয়কে নশ্যাৎ করার জন্য একটি মহল সচেতনভাবে কাজ করছে। আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু লোকের নামে পত্রপত্রিকায় বিভিন্ন কথা বলে বিএনপির ভাবমূর্তি নস্ট করার চেষ্টা করছে। এখান থেকে সবাই বিরত থাকবেন।
মির্জা ফখরুল বলেন, নতুন সরকারের মাত্র ২০/২২ দিন বয়স হয়েছে। তাদেরকে আমাদের সময় দিতে হবে যাতে তারা সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ তৈরি করতে পারে। আগেভাবে বেশি কথা বলা ঠিক হবে না।
তিনি বলেন, সকল রাজনৈতিক দরের সাথে আলোচনা করে আমরা গিয়েছিলাম। আমরা তাদের সাথে বসে বলেছি সকলের সাথে আলোচনা ক