চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে মাসব্যাপী সিরাতুন্নবী(সাঃ) উদযাপনের পরিকল্পনায় জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী আবদুর রহিম ও মোঃ ইয়াছিন মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাহাব উদ্দিন, মাওলানা আবুল হাশেম, আবু তৈয়ব, সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, হাসান মজুমদার প্রমুখ। বৈঠকে মাসব্যাপী সিরাতুন্নবী(সাঃ) উদযাপনের অংশ হিসেবে মসজিদ, গ্রাম, ইউনিয়ন, উপজেলায় সাংগঠনিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে কুইজ, পুরস্কার বিতরণ এবং সীরাত মাহফিলের পরিকল্পনা করা হয়। রাসুল (সা:) এর জীবন আদর্শকে জনগণের মাঝে তুলে ধরে সমাজে শান্তি আনয়নে ভুমিকা পালনের আহবান জানান নেতৃবৃন্দ।