কুমিল্লার
দেবিদ্বারে দাদনের ২০কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন মনির ব্রিকস ও
ব্রাদার্স নামে দুটি ইটভাটার মালিক মো.মনিরুল হক। রবিবার (১ সেপ্টেম্বর)
বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরবাকর এলাকায় মনির ও ব্রাদার্স ইটভাটার
সামনে দাদনের পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে দুটি ইটভাটার সামনে পৃথক দুটি
মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রায় তিন শতাধিক ভুক্তভোগী। মানববন্ধন
কর্মসূচীতে একাধিক ভুক্তভোগী বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে দেবিদ্বারের
ইউএনও নিগার সুলতানার বরাবরে একটি স্বারক লিপি প্রদান করে ভুক্তভোগীরা।
জানা
গেছে, উপজেলার হোসেনপুর, পিরোজপুর, চন্দ্রনগর, চরবাকর, এবং বারুরসহ
উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক লোকের কাছ থেকে মনির
ব্রিক্সসফিল্ড এবং ব্রাদার্স বিক্সসফিল্ডের মালিক মনির হোসেন ও তার ভাই
জাকির হোসেন স্বপন রশিদের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে নেয়।। গত
মে মাসের প্রথম সপ্তাহে ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম ও
৩নং ওয়ার্ডেও মেম্বার ইদ্্িরস মিয়াসহ ভুক্তভোগী পাওনাদারদের উপস্থিতিতে ৩০
আগষ্টের মধ্যে সকল পাওনা টাকা পরিশোধের কথা দিলেও টাকা পরিশোধ না করে
স্থানীয় একটি প্রভাবশালী মহলের নিকট ইটভাটা দুটি বিক্রির করার পাঁয়তারা
শুরু করে। খবর পেয়ে বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক পাওনাদার ভাটা দুটির
সামনে উপস্থিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে গোলাম মোস্তফা কাঁদতে
কাঁদতে বলেন, ৫ লক্ষ ইট দেয়ার কথা বলে রিসিট দিয়ে আমার কাছ থেকে ৪০ লক্ষ
টাকা নিয়েছে মনির ও তার ভাই স্বপন। এখন সে ইটও দেয়নি টাকাও দেয়নি। বর্তমানে
সে পলাতক রয়েছে। কষ্টের টাকা আত্মসাৎ করে আমাদের পথে বসিয়েছে। আমরা
প্রশাসনের সহযোগিতা চাই।
ভুুক্তভোগীরা বক্তব্যে আরও বলেন, ইটভাটার মালিক
মনির ও স্বপন দুই ভাই এলাকা থেকে দাদনে টাকা নিয়ে প্রায় ২০ কোটি টাকা
হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। বর্তমানে তাঁরা গোপনে ইটভাটা দুটি বিক্রি করার
পাঁয়তারা করছে। আমরা পরিবার নিয়ে নি:স্ব হয়ে গেছি। মানববন্ধনে ভুক্তভোগীদের
মধ্যে আরও বক্তব্য রাখেন, ইদ্রিস মেম্বার, জাকির হোসেন শাহীন, মো.গোলাম
মোস্তফা, ফারুক মিয়া, মনির আহম্মেদ, মো. শহিদুল্লাহ, বজলু মেম্বার, ইসমাইল
হোসেন, নাজমুল হাসান ও সামাদ পুলিশ প্রমুখ।