নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীর পূর্বাঞ্চলের মাদক ও একাধিক হত্যা মামলার আসামি
সংরাইশ এলাকার জনু মিয়াকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।
জানা গেছে,
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর অনেকে আত্মগোপনে চলে গেলেও তিনটি
হত্যা মামলার আসামি জনু মিয়া কিছুদিন লুকিয়ে থাকার পর প্রকাশ্যে এসে এলাকায়
ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। পরে নগরীর সংরাইশ এলাকার ভুক্তভোগীরা রবিবার
রাতে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতা চেয়ে ও সন্ত্রাসী জনুর গ্রেফতার দাবী
করে অভিযোগ দায়ের করেছেন।
গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা
কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেন জানান, জনু মিয়ার বিরুদ্ধে একাধিক হত্যা
মামলা রয়েছে। মাস চারেক আগে সে জামিনে জেল থেকে বের হয়। আওয়ামী লীগ সরকারের
পতনের পর সে গা ঢাকা দেয়। ইদানিং এলাকায় ফিরে এসে সন্ত্রাসী কার্যক্রম
চালাচ্ছে। রবিবার রাতে সংরাইশের দুইটি বাড়িতে জনু ও তার লোকজন চাঁদার
দাবিতে হামলা ও ভাংচুর করেছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে দুটি অভিযোগ করেছেন।
ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে, কিন্তু তাকে ও তার বাহিনীর লোকজনকে পায়নি।
পুলিশ চিহ্নিত সন্ত্রাসী জনু মিয়াকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।