সাম্প্রতিক বন্যায় কুমিল্লায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জনই শিশু। গত ২১ আগস্ট থেকে শুরু করে ৩০ আগস্ট পর্যন্ত সরকারি হিসেবে অনলাইনে নিহতদের তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কুমিল্লার প্রধান মোঃ আবেদ আলী।
কুমিল্লা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের তথ্য মতে, গত ২১ আগস্ট নাঙ্গলকোটের দাউদপুরে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন ৫৯ বছর বয়সী কেরামত আলী। ২২ আগস্ট নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামের ৫০ বছর বয়সী কৃষক মোঃ হাবিবুর রহমান বন্যায় আশ্রয়কেন্দ্র যাবার সময় মৃত্যুবরণ করেন। ২৩ আগস্ট লাকসাম উপজেলার আজগড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করে পাঁচ বছর বয়সী শিশুর রায়হান আহমেদ রোমান, একই উপজেলার কান্দিপাড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করে এক বছর এক মাস বয়সী শিশু আজিম রহমান । ঐদিন লাকসামের কাদরা এলাকায় বন্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যুবরণ করে ১৮ বছর বয়সেই খালেদ মাহবুব শিহাব, এছাড়া বুড়িচং উপজেলার গোপীনাথপুরে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করে ৫৫ বছর বয়সী মোহাম্মদ ফরিদ উদ্দিন । ২৪ আগস্ট মুরাদ নগরের সোনাপুর গ্রামে সাপের কামড়ে মৃত্যুবরণ করে ১৪ বছর বয়সেই ইয়াছিন। ২৫ আগস্ট তিতাস উপজেলার জিয়ারকান্দিতে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করে ৮ বছর বয়সী সামিয়া ও আয়েশা সিদ্দিকা। একই দিন বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলের ৫৭ বছর বয়সী মোঃ কবির হোসেন। ২৬ আগস্ট নাঙ্গলকোটের গোরকুমড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করে ৬৮ বছর বয়সী দিনমজুর সেরাজুল হক, মনোহরগঞ্জের মির্জাপুর গ্রামের ১৬ বছর বয়সী মাহবুব আলম সৈকত, একদিন লাকসাম উপজেলার আউশপাড়া আশ্রয় কেন্দ্রে মৃত্যুবরণ করেন কামারদা গ্রামের মাকসুদা বেগম। ২৭ আগস্ট বুড়িচং উপজেলার পশ্চিমপাড়া গ্রামের ৮ বছর বয়সী মোঃ হাসিবুল ইসলাম বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করে, একই দিন বুড়িচং এর বাকশীমূল গ্রামে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করে ৭০ বছর বয়সী মোঃ আবুল হাশেম। ২৮ আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করে এক বছর ছয় মাস বয়সী শিশু মুহাম্মদ ওমর। ৩০ আগস্ট মনোহরগঞ্জে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করে ৭৫ বছর বয়সেই দিলীপ কুমার সাহা এবং তিতাস উপজেলার রঘুনাথপুরে পানিতে ডুবে মৃত্যুবরণ করে ৫ বছর বয়সী মোঃ হামিম। ৩১ আগস্ট লালমাই উপজেলার মনোহরপুর গ্রামে পানিতে ডুবে মৃত্যুবরণ করে দুই বছর সাত মাস বয়সী রাফি।