কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহেল (২২) নামে এক মাদকসেবীকে ১
মাসের কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)
দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।
উপজেলা
প্রশাসন সূত্রে জানা যায়, সোহেল উপজেলার মিরপুর এলাকায় মদক সেবন করে
মাতালামী করার সময় এলাকাবাসী তাকে ধরে উপজেলা প্রশাসনের কাছে খবর দেন। খবর
পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম
আজহারুল ইসলাম ঘটনার স্থলে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ মাসের
কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করে। সোহেল উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর
গ্রামের আলমগীর হোসেনের ছেলে।