বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবদলের সহযোগিতায় আকস্মিক বন্যায় পানিবন্দি
হয়ে পড়া দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে যুবদল। যুবদলের
কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম
নয়নের সার্বিক তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা
হয়।
গতকাল বুধবার ত্রানসামগ্রী বিতরন শেষে উপজেলার গোহারুয়া ২০ শয্যা
বিশিষ্ট হাসপাতালে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সাবেক উপজেলা যুবদলের সভাপতি
এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শোয়েব
খন্দকার, আশ্রাফুর রহমান বাবু, হুমায়ন কবির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক
আতিকুর রহমান আতিক, আনোয়ার জাহিদ, খন্দকার রিয়াজ, কেন্দ্রীয় যুবদল নেতা
হাফিজুর রহমান, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আলী আক্কাছ, উপজেলা যুবদল
নেতা এ.এস.এম নাছির উদ্দিন, ছালেহ আহাম্মদ ও কামাল হোসেন স্বপন প্রমুখ।