ছাত্র-জনতার
গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের একমাস পূর্তি উপলক্ষে এবং
আন্দোলনে হতাহতদের স্মরণে রাজধানীতে ‘শহীদি মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে
বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে
বৃহস্পতিবার দুপুর ৩টায় কেন্দ্রীয়ভাবে ‘শহীদি মার্চ’ শুরু হয়ে নিউ মার্কেট,
মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, শাহবাগ ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে
গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
বুধবার
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে 'শহীদি মার্চ'
কর্মসূচি ঘোষণা করে কর্মসূচিতে ছাত্রজনতাকে শামিল হওয়ার আহ্বান জানিছেন
তিনি।
সারজিস বলেন, “দেশ সংস্কারে যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে
তাদের এখনই স্মরণ করার সময়। এজন্য আমরা বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ও গণঅভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষে
‘শহীদি মার্চ’ করব। আমরা চাইব, পুরো বাংলাদেশের ছাত্রজনতা নিজ নিজ অবস্থান
থেকে এই শহীদি মার্চে অংশগ্রহণ করবে। আগামীকালও সারাদেশে গণজোয়ার নামবে।”
কর্মসূচির
বিস্তারিত তুলে ধরে সারজিস বলেন, “শহীদি মার্চে অন্তর্র্বতী সরকারের কাছে
আমাদের চাওয়া, দেশ নিয়ে প্রত্যাশা এবং কেমন রাজনীতি চাই এসব বিষয় ব্যানার
ফেস্টুনে তুলে ধরতে চাই। চিত্রকর্মের মাধ্যমেও অংশগ্রহণ করতে পারেন।”
হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সরকারি
চাকরিতে কোটা বাতিলের দাবি নিয়ে শিক্ষার্থী-চাকরি প্রত্যাশীদের আন্দোলনের
শুরু জুলাইয়ের এক তারিখ থেকে। এরপর মাসের মাঝামাঝিতে সেই আন্দোলন রূপ নেয়
সহিংসতায় এবং পরে তা পরিণত হয় সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে।
আন্দোলনের
মধ্যে ১৬ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত সাড়ে সাতশর বেশি মানুষ নিহত হওয়ার
তথ্য এসেছে সংবাদমাধ্যমের খবরে, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। মানবাধিকার
সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাবে, ৭০ শতাংশ মৃত্যুই হয়েছে
গুলিতে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর
পদ ছেড়ে ভারতে চলে গেলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর
ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে এসে
অন্তর্র্বতীকালীন সরকার গঠন করেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কও স্থান পেয়েছেন ইউনূসের উপদেষ্টা পরিষদে।