তিতাস,প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় বেসরকারি স্কুলের শিক্ষকের বেত্রাঘাত চোখ হারালো
এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) ক্লাস চলাকালীন
সময়ে।
এঘটনায় শিক্ষার্থীর মা মায়া আক্তার সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করলে, নির্বাহী কর্মকর্তা
সুমাইয়া মমিন আজ (৫সেপ্টম্বর) বাদীর আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা
গ্রহনের জন্য তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে সুপারিশ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের ওমান প্রবাসী
মো.রবিউল ইসলামের এক মাত্র ছেল মো.ফারহান ইসলাম রোহান(৮) উপজেলার
বাতাকান্দি বেসরকারি সেবা মাল্টিমিডিয়া আইডিয়াল স্কুলে দ্বিতীয় শ্রেণিতে
অধ্যায়নরত। ৩ সেপ্টেম্বর বাংলা বিষয়ে পাঠদান চলাকালীন সময়ে স্কুলের সহকারী
শিক্ষক সৌরভ মিয়া, ফারহান ইসলাম রোহানকে স্কেল দিয়ে চোখে আঘার করলে রোহান
গুরুতর আহত হয়ে। আহত রোহানকে দ্রুত উদ্ধার করে ঢাকা ফার্মগেট ইসলামি চুক্ষ
হাসপাতালে নিয়ে কর্মরত চিকিৎসক জানান রোহানের ডান চোখ ৯০ পার্সেন্ট ডেমেস
হয়ে গেছে বলে রোহানের কাকা মোফাজ্জল হোসেন দৈনিক যুগান্তরকে জানান। ফারহান
ইসলাম রোহান বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
এবিষয়ে জানতে
সহকারী শিক্ষক সৌরভ মিয়াকে ফোন করলে তিনি বলেন,আমি বাংলা ক্লাস নিচ্ছিলাম
এসময় রোহান কথা বলছিল,আমি তাকে চুপ থাকতে বলি,এসময় হঠাৎ আমার অজান্তে হাতে
থাকা স্কেলটি রোহানের চোখে লেগেছে। আমি ইচ্ছে করে এমনটি করিনি।
তিতাস
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন,নির্বাহী কর্মকর্তার
সুপারিশ কৃত একটি অভিযোগ পেয়েছি, এটি নিয়মিত মামলা হবে।