শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
১৯ আশ্বিন ১৪৩১
মুজিবুল হক, বাহার ও সূচিসহ ৪৩৩ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩০ এএম আপডেট: ০৯.০৯.২০২৪ ১:৫৬ এএম |

মুজিবুল হক, বাহার ও সূচিসহ ৪৩৩ জনের বিরুদ্ধে মামলা


স্টাফ রিপোর্টার।। বৈষম্যবিরোধী ছাত্র গণ আন্দোলনের সময় সশস্ত্র হামলা, গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক মুজিব, সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচি, মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারসহ অন্তত ১৩৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার আলেখারচরের আবদুল করিমের ছেলে কাজী মো: সোহেল বাদি হয়ে ৫ সেপ্টেম্বর কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন। কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ শিবেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 
মামলায় অভিযোগ করা হয়, নাম উল্লেখিত আসামীরাসহ তিন শতাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ করছি যে, তারা সকলেই আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য (ককটেল), দা, ছেনি, ইট, লাঠি সোটা নিয়ে আমি ও অন্যান্য কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ১নং ও ২নং আসামীর নির্দেশে ৩ নং আসামির নেতৃত্বে ঝাপিয়ে পড়ে। তারা বৃষ্টির মতো ককটেল ও গুলি ছুড়ে। আসামীরা আমাদের ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। ৩৩নং ও ৩৪ নং আসামি তাদের লাইসেন্সকৃত পিস্তল ও শর্টগান নিয়ে নিরীহ ছাত্রছাত্রীদের উপর গুলি করে। আমার মাথার চারপাশে গুলি লাগলে আমি রাস্তার লুুটাইয়া পড়ি। তখন ১২ আসামি আমাকে তার হাতে থাকা আগ্নেয়ার নিয়ে আমার বুকে ও মাথায় কয়েকটি আঘাত করে। পরে ছাত্ররা আমাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। আমি সেখানে চিকিৎসা নিয়ে আমার বাসায় এসে অসুস্থ হয়ে পড়ি।
মামলার আসামীরা হলেন-
১. মুজিবুল হক (৭৫) পিতা-মৃত রজ্জব আলী সাং- বসুয়ারা থানা- চৌদ্দগ্রাম
২. আকম বাহাউদ্দীন বাহার, পিতা- মৃত ছালাম মিয়া সাং- মুন্সেফ বাড়ি থানা। কোতয়ালি 
৩. তাহসিন বাহার সূচনা (৪০) পিতা: আকম বাহাউদ্দীন বাহার, সাং- মুন্সেফবাড়ি, থানা: কোতয়ালি
৪. মামুনুর রশিদ (৫৪) পিতা: মৃত আলী আহাম্মদ সাং- তেতুইয়ার, থানা- কোতয়ালি
৫. ইকবাল হোসেন বাহালুল (৫৪) পিতা: মৃত সৈয়দ আলী, সাং- কেরানীনগর, থানা: কোতয়ালি 
৬. কাজী মোজাম্মেল (৫৫) পিতা- অজ্ঞাত সাং- আমড়াতলী থানা- কোতোয়ালি
৭. চিত্ত রঞ্জন ভৌমিক (৫৬), পিতা: মৃত গোপাল ভৌমিক, সাং: লাকসামরোড কান্দিরপাড়, থানা: কোতোয়ালি
৮. রূপম মজুমদার, পিতা: গণেশ মজুমদার, সাং- ঝাউতলা নিরাময় গলি, থানা: কোতোয়ালি
৯. খালেদ মাহমুদ চঞ্চল (৫০) পিতা: আবদুর রহমান, সাং: শাকতলা থানা: সদর দক্ষিন, 
১০. অলি আহাম্মেদ মজুমদার (৫৮), পিতা- অজ্ঞাত সাং- খিরুনশাল থানা- চৌদ্দগ্রাম 
১১. মোস্তফা জামাল লিটন (৫৪) পিতা: আয়ুব আলী, সাং: দুতিয়া দিঘির পাড় উপজেলা: লালমাই 
১২. আহাম্মেদ নিয়াজ পাভেল (৫২), পিতা: মৃত আলী মিয়া, সাং: শাসনগাছা বড়বাড়ি থানা : কোতোয়ালি
১৩. শামসুল হল (৫৮) পিতা: মৃত আলী মিয়া সাং শাসনগাছা বড় বাড়ি, থানা: কোতোয়ালি 
১৪. সেলিম শিকদার (৫৫), পিতা: অজ্ঞাত সাং নোয়াপাড়া, থানা: কোতোয়ালি
১৫. আতিক উল্লাহ খোকন (৫৮) পিতা: নুরুল । ইসলাম, সাং: ঝাউতলা থানা কোতোয়ালি 
১৬. ইমামুজ্জামান শামীম (৫৪) পিতা: জনাব আলী চৌধুরী, সাং: দ: ঠাকুর পাড়া থানা: কোতোয়ালি 
১৭. হামিদা আক্তার মুক্তা স্বামী: দেলোয়ার হোসেন সাং: আবেদানুর কমপ্লেক্স থানা: চান্দিনা 
১৮. জহিরুল কামাল, পিতা: আলী নোয়াব মিয়া সাং: দ ঠাকুর পাড়া থানা: কোতোয়ালি 
১৯. রবিউল হাসান রবি (দলিল লেখক) পিতা আবদুল মতিন, সাং: বালুতুবা ফকির বাড়ি থানা: কোতোয়ালি
২০. শরিফুল (২৯) পিতা: মৃত জিল্লু মিয়া সাং হজরত পাড়া, থানা কোতোয়ালি
২১. জুয়েল মিয়া (চোরা, বাচ্চু) (৩২) পিতা: মৃত আবুল কাশেম সাং- হজরত পাড়া থানা: কোতোয়ালি
২২. তমাল (২৫) পিতা: নাসির মিয়া সাং- ২য় মুরাদপুর থানা: কোতোয়ালি
২৩. রিদয় (২৫) পিতা- জাহাঙ্গির মিয়া, সাং: ২য় মুরাদপুর থানা: কোতয়ালি
২৪. আবদুল আজিজ সিহানুক (৪০) পিতা- মৃত মহিউদ্দিন মিয়া সাং: মুন্সেফবাড়ি থানা: কোতোয়ালি
২৫. মিনহাজুল হাসান রাফি (২৯), পিতা মৃত আঃ মান্নান, সাং বাকশিমুল থানা- বুড়িচং
২৬. সাজ্জাদ হোসেন স্বপন, পিতা- অজ্ঞাত সা বাকশিমুল, থানা- বুড়িচং
২৭. ইসরাফিল পিয়াস (২৯), পিতা: মাসুদ রানা, সাং- মোকাম থানা: বুড়িচং
২৮. মহসিন (৪৪) পিতা- মৃত আবদুল লতিফ সাং- দৌলতপুর ফরিবাড়ি, থানা- কোতোয়ালি
২৯. আবু তৈয়ব অপি (৩৬) পিতা: মৃত আবু তাহের সাং: ঝাউতলা থানা কোতোয়ালি
৩০. ইমরান হোসেন জেকি, পিতা- ইয়াসিন সাং- গোবিন্দপুর, থানা- কোতোয়ালি
৩১. কামরুল হাসান নান্নু (৩৫) পিতা- মৃত কালু মিয়া সাং- গোবিন্দপুর থানা- কোতোয়ালি 
৩২. রাশেদ (৪৫), পিতা: মৃত আব্দুর রাজ্জাক সাং- ঢুলিপাড়া থানা সদর দক্ষিণ
৩৩. হাবিবুর আল-আমিন সাদী পিতা- অজ্ঞাত সাং- মুন্সেফাড়ি থানা- কোতোয়ালি
৩৪. নাসির উদ্দিন (৪৫) পিতা: মৃত হাবিব উল্লাহ সাং- মিরাখোলা থানা-চান্দিনা
৩৫. সোহাগ (৪০), পিতা- মফিজুল ইসলাম সাং- সরাই থানা- চান্দিনা
৩৬. হেলাল (৩০) পিতা: মন্তাজ উদ্দিন সাং- মিরাখোলা থানা- চান্দিনা
৩৭. শাহ আমান সবুজ (৪০) পিতা- সামসু মিয়া সাং- ১/১ কাপরিয়াপট্টি থানা- কোতোয়ালি 
৩৮. আশিক (৪৪), পিতা- আঃ রশিদ সাং- ১৭০৮ ডিগাম্বরীতলা, থানা: কোতোয়ালি
৩৯. আনোয়ার হোসেন মিঠু (৪২), পিতা: আমির হোসেন সাং- মোগলটুলি, থানা- কোতোয়ালি 
৪০. জাকির হোসেন, পিতা: আমির হোসেন সাং- মোগলটুলি, থানা: কোতোয়ালি
৪১. মাহতাবুল করিম এলভিন (৪০), পিতা- রেজাউল করিম রতন, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া থানা: কোতোয়ালি
৪২. এ.এস.এম মিজানুর ইরান (৫৬) পিতা: বজলুর রহমান সাং দক্ষিণ ঠাকুরপাড়া থানা: কোতোয়ালি 
৪৩. আলি মনসুর ফারুক (৫৬) পিতা: আলী আকবর, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া থানা: কোতোয়ালি 
৪৪. আলী ইকরাম তুহিন (৪৭), পিতা: আলী আকবর, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া থানা: কোতোয়ালি 
৪৫. আনিস বাকি (৫৮), পিতা: মৃত আবদুর রউফ সাং: রেইসকোর্স থানা: কোতোয়ালি
৪৬. প্রিতুল রায় পিতা: সঞ্জয় রায় সাং: পুরাতন চৌধুরী পাড়া (কালীবাড়ি), থানা: কোতোয়ালি 
৪৭. খোরশেদ আলম (কৃষকলীগ), পিতা: অজ্ঞাত সাং: দৈয়ারা থানা সদর দক্ষিণ
৪৮. গোলাম মাওলা (৫৬), পিতা: গোলাম মহিউদ্দিন, সাং: ঠাকুরপাড়া যদিনা মসজিদ থানা: কোতোয়ালি
২৯. গোলাম সোহেল (৫১) পিতা: গোলাম মহিউদ্দিন সাং- ঠাকুরপাড়া মদিনা মসজিদ থানা: কোতোয়ালি
৫০. সৈয়দ নুরুর রহমান (৫৬) পিতা: সৈয়দ মিজানুর রহমান সাং- ছোটরা রাজিয়া ভিলা থানা: কোতোয়ালি
৫১. আবদুল কাইয়ুম (৫৮), পিতা: অজ্ঞাত সাংদৌলতপুর থানা কোতোয়ালি
৫২. শাহ আলম (৪) পিতা অজ্ঞাত সাংদৌলতপুর থানা কোতে
৫৩. হাসান কাউন্সিলর ,  পিতা অজ্ঞাত সাং মাটিয়ারা, থানা- সদর
৫৪. মশিউর রহমান পিতা: বজলুর রহমান সা ঠাকুরপাড়া থানা কোতয়ালী
৫৫. কাউশির মুহুরী বাবুল (২২) পিতা অজ্ঞাত - সংরাইশ থানা কোতোয়ালি
৫৬. পলাশ (৪০) পিতা আমজাদ আলী, সা নজরুল এভিনিউ কান্দিরপাড় থানা কোতোয়ালি 
৫৭. কাউন্সিল নাসির উদ্দীন নাজিম (৫২) পিতা: অজ্ঞাত, সাং কান্তান বাজার থানা কোতোয়ালি 
৫৮. রায়হান হোসেন (২৫) পিতা: আকির হোসেন, মাতা জেবিন বেগম, সাং- অশোকতলা, ধान কোতোয়ালি
৫৯. রফিকুল ইসলাম ভূইয়া (২৬), পিতা: আইয়ুব আলী সাং বাগিচাগাও থানা কোতোয়ালি 
৬০. সীমান্ত হাসান (২৯) পিতা আবুল কালাম আজাদ, সাং- চর্থা মাদার কেয়ার থানা কোতোয়ালি 
৬১. আফতাব খান শিমুল (২৮), পিতা মনসুর খান, সাং: বলরামপুর, থানা কোতোয়ালি
৬২. দিদারুল হক আকাশ (২৯), পিতা মৃত নিজাম - দক্ষিণ চর্থা, থানা কোতোয়ালি
৬৩. আতিকুর রহমান পিন্টু (৪৪), পিতা- মৃত ফিরোজ খান, সাং: অশোকতলা থানা কোতোয়ালি 
৬৪. সৈয়দ কবির তুষার (২৪) পিতা মাসুম সা ঠাকুরপাড়া থানা কোতোয়ালি
৬৫. রফিকুল ইসলাম জোবায়ের (২৯) পিতা বাবুল মিয়া সা: ধর্মপুর থানা কোতোয়ালি
৬৬ শাহের জীবন (২৮) পিতা- অজ্ঞাত গাং ইটা থানা- কোতোয়ালি
৬৭. স্বপন সাহা (৪৪) পিতা মৃত শংকর সাহা, সাং- ছাটিপতি থানা। কোতোয়ালি
৬৮. আবদুল কাদের (৪২) পিতা- কলিমুল্লাহ সাঃ- মুরাদপুর থানা কোতোয়ালি
৬৯. তানভিরুল ইসলাম (৩৫) পিতা- তালুইসলাম সাং- তালপুকুপার থানা- কোতোয়ালি 
৭০. মোঃ ইয়াসিন (৩৬) পিতা আলকাস মিয়া সাং- বাগিচাগাও ফায়ার সার্ভিস থানা কোতোয়া 
৭১. মোঃ সাদেক (৪৫) পিতা মৃত আলী আহ সাং- ইয়ামি রেস্টুরেন্ট কান্দিরপাড় থানা- কোতোয়ালি
৭২. তাজউদ্দিম ভূইয়া সৈকত (৪০) পিতা মৃত দীনাং জিলা স্কুল রোড বারেকমনশন থানা কোতোয়ালি
৭৩. মালেক (৫০) পিতা মৃত আলী আহম্মদ সাং কান্দিরপাড় ইয়ামি রেস্টুরেন্ট থানা- কোতোয়ালি
৭৪. শাহদাদ হোসেন (৩৫) পিতা নয়ন চেয়ারম্যান সাং- ঠাকুরপাড়া থানা কোতোয়ালি
৭৫. ডালিম (৪৬) পিতা আবীদ আলী সাং-গোবিন্দপুর থানা কোতোয়ালি
৭৬. কাউসার (৪৪) পিতা আবীদ আলী, সাং গোবিন্দপুর থানা কোতোয়ালি
৭৭. নাজমুল হাসান সোহাগ (পার্ক সোহাগ) (৩২) পিতা আকির হোসেন সাং- ধর্মসাগর পশ্চিমপাড় থানা কোতোয়ালি
৭৮. নাজমুল হাসান রুবেল (৩৩) পিতা শামসুল হক মাস্টার সাং পূর্ব বাগিচাগাও থানা কোতোয়ালি 
৭৯ জমির উদ্দিন খান জম্পি (কাউন্সিলর) (৫৮) পিতা মৃত সিরাজুর হক, সাং বাগিচাগাও থানা কোতোয়ালি
৮০ ফাহিম যান আহি (২২) সাং বাগিচাগাও থানা: কোতোয়ালি
৮১ সোহেল হায়দার (৫৬) পিতা: মৃত জুলফিকার হায়দার সাং ধর্ম সাগরপাড় থানা: কোতোয়াি 
৮২. হাসান আরিফ জয় (৫৫) পিতা মফিজুর রহমান বাবলু, সাং মুন্সেফবাড়ি থানা কোতোয়ালি 
৮৩. হনুফা আক্তার (৪৫), স্বামী মুজিবুল হক সাং বসুয়ারা, থানা-চৌদ্দগ্রাম
৮৪, ইব্রাহিম আলিম (৩৫) পিতা: মিলু মিয়া মিলন মিয়া, সাং: নূরপুর দক্ষিণ পাড়া, থানা: কোতোয়ালি 
৮৫. হাবিবুর রহমান (৪০) পিতা: সেলিম মিয়া সাং- পাথুরিয়া পাড়া (রখরোড) থানা: কোতোয়ালি 
৮৬, ফুয়াদ খান আকিব (২০) পিতা: জমির উদ্দিন খান জম্পি সাং: বাগিচাগাও থানা কোতোয়ালি 
৮৭. নয়ন (২২) পিতা- আবদুল ওয়াদুদ সাং বাগিচাগাও থানা কোতোয়ালি
৮৮. টগর (৪০) পিতা- অজ্ঞাত, মাতা: হালিমা সাং মোগলটুলি থানা- কোতোয়ালি
৮৯. শহিদুল্লাহ (৫০) পিতা, অজ্ঞাত, সাং নিউ শহিদ টিম্বার গাংচর, থানা: কোতোয়ালি 
৯০. জামিল আহাম্মেদ (৪৪) পিতা নেছার আহাম্মেদ সাং- মোগলটুলি থানা- কোতোয়ালি 
৯১. ফয়েজ আহাম্মেদ (৩৪) পিতা: সিদ্দিক মিয়া মাতা: মনোয়ারা বেগম সাং- মোগলটুলি, থানা: কোতোয়ালি
৯২. আবদুল হান্নান চৌধুরী অপু (৩৬) পিতা: মৃত আঃ মান্নান চৌধুরী, সাং: চৌধুরী পাড়া মোগলটুলি, থানা: কোতোয়ালি
৯৩. আবদুল হামিদ চৌধুরী পিন্টু (৪৭) পিতা: আঃ মান্নান চৌধুরী, সাং- চৌধুরীপাড়া মোগলটুলি, থানা- কোতোয়ালি
৯৪. আবু ইউসুফ বাবু (৫৬), পিতা মৃত মোঃ আলী সাং- মোগলটুলি থানা- কোতোয়ালি
৯৫. রাসেল সিকদার (৪৮) পিতা: এফ কে সিকদার সাং: মোগলটুলি থানা- কোতোয়ালি
৯৬. হাবিবুর রহমান বাচ্চু (৬০), পিতা: আ: জলি সাং- মোগলটুলি থানা- কোতোয়ালি
৯৭. শাহিন (৩৮) পিতা- শম্ভু মিয়া সাং- মোগলটুলি থানা- কোতোয়ালি
৯৮. রাহিম (২৮) পিতা: সাহাবুদ্দিন সাং- মোগলটুলি, থানা কোতোয়ালি
১৯. আদিল (৪২) পিতা- মন্নান মিয়া, সাংমোগলটুলি, থানা: কোতোয়ালি
১০০. মোঃ সেলিম মিয়া (৫৬) পিতাঃ গোলাম মাওলা সরকার, সাং: টিক্কাচর থানা- কোতোয়ালি
১০১. সারমিন আওয়াল পারভেজ বাপি (৪৪) পিতা- সাদিকুর রহমান, সাং- বাগিচাগাও কোতয়ালি থান কোতোয়ালি
১০২. মোরশেদুল আলম (৫৫) পিতাঃ ডা: আওয়াল সাং-নানুয়া দিঘীর পাড় থানা- কোতোয়ালি 
১০৩. আশিকুল নবী বাসি (৪৭) পিতা: আর হক সাং- পূর্ব চাদপুর থানা: কোতোয়ালি
১০৪. দুলাল রেজা (৫৯) পিতা। অজ্ঞাত সাং- মনোহরপুর উজির দিঘীর পাড়, থানা: কোতোয়ালি
১০৫. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ (৪০) সাং- কাপ্তানবাজার থানা- কোতোয়ালি
১০৬. এস এম মাহিন (৩৮) পিতা: আবদুর রশিদসাং- বায়রাবাদ থানা: দেবিদ্বার
১০৭. রাহিক (২৮) পিতা: আবুল কালাম আজাদ সাং: চানপুর থানা: কোতোয়ালি
১০৮. আমজাদ হোসেন পাভেল (৩৫) পিতা: বাবুল মিয়া সাং: চানপুর থানা কোতোয়ালি
১০৯. মোঃ ইউসুফ (৩৬) পিতা: আবদুল হাকিম সাং: শুভপুর বাগান বিলাশ, থানা কোতোয়ালি 
১১০. নজরুল (ওয়ার্ড মাস্টার) পিতা: অজ্ঞাত সাং সদর হাসপাতাল, থানা: কোতোয়ালি
১১১. আনিস শ্রমিকলীগ (৪৪) পিতা: অজ্ঞাত, সাং ধর্মসাগর পাড় থানা: কোতোয়ালি
১১২, আবুল কালাম আজাদ হাসেম কাউন্সিলর (৫৮) পিতা: অজ্ঞাত, সাং মুরাদপুর থানা: কোতোয়ালি
১১৩. হেলাল কমিশনার (৫৯) পিতা: অজ্ঞাত, সাংবাদুরতলা থানা কোতোয়ালি
১১৪. মঞ্জুরুল কাদের মনি কাউন্সিলর (৫৫) পিতা: অজ্ঞাত সাং: ধর্মসাগরপাড় থানা: কোতোয়ালি
১১৫, আবদুস সোবহান খন্দকার সেলিম (৪২) পিতা: খন্দকার আবদুস সালাম সাং- কালিয়াজুরি, থানা: কোতোয়ালি
১১৬. তানভির হাসান এলিন (৪০) পিতা: মৃত দেলোয়ার মিয়া, সাং: উত্তর চর্চ্চা, থানা: কোতোয়ালি 
১১৭ মহসিনুর রহমান (৪৪) পিতা: মৃত সাদিকুর রহমান সাং: ধর্মপুর সাজেদা মঞ্জিল থানা: কোতোয়ালি
১১৮. লুৎফুর রহমান (৫৬) পিতা: মৃত সাদিকুর রহমান সাং: ধর্মপুর সাজেদা মঞ্জিল থানা: কোতয়ালি
১১৯. সায়েরীন সায়েব (৫৬) পিতা: অজ্ঞাত সাং মুন্সেফবাড়ি, থানা: কোতোয়ালি
১২০, কাউসারা বেগম সুমি (৪৫) স্বামী: অজ্ঞাত, সাং: কালিয়াজুরি ধানা: কোতোয়ালি
১২১. মুরাদ (৫২), পিতা: অজ্ঞাত সাং: কালিয়াজুরি থানা: কোতোয়ালি
১২২. নাসির উদ্দীন নাজিম (৫৭) পিতা: অজ্ঞাত, সাং: কাপ্তানবাজার, থানা: কোতোয়ালি
১২৩. আবদুল কাদের (৫২), পিতা: কলিমুল্লাহ, সাং মুরাদপুর চৌমুহনী থানা: কোতয়ালি
১২৪. দেবু (৫৪), পিতা- শিব প্রসাদ, সা:ডিগাম্বরিতলা, থানা: কোতয়ালি
১২৫. অজয় (৪৫) পিতা: মনোরনজন কর্মকার,সাং: ডিগাম্বরীতলা থানা কোতয়ালি
১২৬, সবুজ (৩৮) পিতা: সামসু মিয়া সাং কাপুরিয়া পটি, থানা: কোতয়ালি
১২৭. রেজাউল করিম ভুলু (৬৫) পিতা: শফিউদ্দিন, সাং: তেলিয়াপুকুর পাড় উত্তর চর্থা, থানা: কোতয়ালি 
১২৮. আলী আফজল (৫৬) পিতা: আলি আকবর, সাং: উত্তর চর্থা, থানা: কোতয়ালি
১২৯. ইকরাম (৪৫) পিতা: আবু তাহের সাং- মসজিদ গলি উত্তর চর্চা, থানা: কোতয়ালি 
১৩০. প্রদিপ কুমার নন্দী (৫৪) পিতা: নিখিল নন্দী সাং- ঠাকুর পাড়া থানা, থানা- কোতোয়ালি 
১৩১. সিবু প্রসাদ রায় (৫৮) পিতা: মৃত মুকুল রায় সাং- কান্দির পাড় থানা: কোতোয়ালি
১৩২ আব্দুস ছালাম বেগ (৫২) পিতা: অজ্ঞাত সাং সোনাইশার থানা বুড়িচং
১৩৩, আমিনুর রহমান রাব্বি (বেকহাম রাবি) (২৬) পিতা- অজ্ঞাত সাং- ঝাউতলা মুন হসপিটাল রোড থানা: কোতয়ালি, সর্ব জেলা-কুমিল্লা।













সর্বশেষ সংবাদ
বাহার-সূচির বিরুদ্ধে আরো এক মামলা
সদর দক্ষিণ উপজেলার সাবেক দুই চেয়ারম্যানসহ ৯৬ জনের নামে সমন্বয়কের মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক প্রবাসীর মৃত্যু
বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত
কুমিল্লার আলোচিত সুমন মেম্বার গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহার ও সূচিকে সীমান্ত পারের অভিযোগ ।। কুমিল্লার আলোচিত সুমন মেম্বার গ্রেপ্তার
সদর দক্ষিণ উপজেলার সাবেক দুই চেয়ারম্যানসহ ৯৬ জনের নামে সমন্বয়কের মামলা
বাহার-সূচির বিরুদ্ধে আরো এক মামলা
কামাল চৌধুরীসহ চারজন গ্রেপ্তার
সাবেক এমপি জাহেরের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২