বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
চিলিকে হারিয়ে শীর্ষে আরও সংহত আর্জেন্টিনা
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৩ এএম |





আক্রমণের সুর বেঁধে দেওয়ার নায়ক আনহেল দি মারিয়ার অবসরের পর প্রথম ম্যাচ, সঙ্গে দলের প্রাণভোমরা লিওনেল মেসির অনুপস্থিতি। সব মিলিয়ে চিলির বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য ছিল অন্যরকম ‘পরীক্ষা।’ দ্বিতীয়ার্ধের তিন গোলে সে পরীক্ষা উৎরে গেল লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইয়ে ধরে রাখল আধিপত্যও।
বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্তালে শুক্রবার চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের এই জয়ে জালের দেখা পেয়েছেন মার্ক আলিস্তের, হুলিয়ান আলভারেস ও পাওলো দিবালা।
আগে থেকেই টেবিলে শীর্ষে ছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করল তারা। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে আলবিসেলেস্তারা এখন এগিয়ে ৫ পয়েন্টে।
ঘরের মাঠে, চেনা দর্শকের সামনে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রেখে খেললো আর্জেন্টিনা। দশম মিনিটে ‘হাফ-চান্স’ তৈরি হয়েছিল। আলভারেস হয়ে বল পেয়ে শট নিয়েছিলেন রদ্রিগো দে পল, কিন্তু চিলির এক ডিফেন্ডার হেডে বল বের করে দেন ক্রসবারের উপর দিয়ে।
নয় মিনিট পর লাউতারো মার্তিনেসের দারুণ ব্যাকহিল থেকে বল পেয়ে বুলেট শট নিয়েছিলেন দে পল কিন্তু বল সরাসরি যাওয়ায় আটকে দেন চিলি গোলরক্ষক আরিয়াস। এরপরই দে পলের ক্রসে নিকো গনসালেসের হেড ফেরান আরিয়াস।
কোণঠাসা চিলি প্রথমার্ধের যোগ করা সময়ে পায় গোলের সেরা সুযোগটি, কিন্তু মাওরিসিও ইসলার ক্রসে মাতিয়াস কাতালানের হেড এমিলিয়ানো মার্তিনেসকে ফাঁকি দেওয়ার পর পোস্টে লেগে প্রতিহত হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ গোছালো আক্রমণে ম্যাচের ‘ডেডলক’ খোলে আর্জেন্টিনা। ডান দিক থেকে আলভারেসের আড়াআড়ি ক্রস মার্তিনেস ডামি করলে চলে যায় সরাসরি মাক আলিস্তেরের পায়ে, নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।
এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণের সুযোগ কড়া নেড়েছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের দরজায়। কিন্তু দে পলের শট অল্পের জন্য বেরিয়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
চোট পেয়ে অস্বস্তি বোধ করা গনসালেসকে ৫১তম মিনিটে তুলে জিওভানি লো সেলসোকে নামান আর্জেন্টিনা কোচ। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া কিংবদিন্ত আনহেল দি মারিয়ার ১১ নম্বর জার্সি উঠেছে এই মিডফিল্ডারের গায়ে। মনুমেন্তালের গ্যালারিতে উত্তরসূরিদের ম্যাচ দেখতে এসেছিলেন দি মারিয়াও।
৭৮তম মিনিটে একসাথে তিনটি পরিবর্তন আনেন স্কালোনি। আলভারেস, মাক আলিস্তের ও লেসান্দ্রো মার্তিনেসকে তুলে আলেহান্দ্রো গারনাচো, দিবালা ও মার্কোস আকুনাকে বদলি নামান তিনি। মেসির অনুপস্থিতিতে আচমকা দলে ডাক পাওয়া দিবালা খেলতে নামেন মহাতারকার ১০ নম্বর জার্সিতে।
এনসো ফের্নান্দেসের পাস ধরে ৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেসে। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জোরাল শট লাফিয়ে ওঠা আরিয়াসের গ্লাভস জোড়াকে ফাঁকি দিয়ে ক্রসবারের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
শেষ দিকে মিনিটে সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাম দিক দিয়ে আক্রমণ শানান গারনাচো। কিন্তু দূরূহ কোণ থেকে তার শট আটকে দেন আরিয়াস।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে শুরুতে ব্যবধান আরও বাড়ান দিবালা। কিছুটা দুরূহ কোণ থেকে এই ফরোয়ার্ডের গতিময় শট আরিয়াসের পাশ দিয়ে খুঁজে নেয় ঠিকানা। বাছাইয়ে ষষ্ঠ ষষ্ঠ জয় নিয়ে মাঠে ছাড়ে আর্জেন্টিনা।
নিজেদের পরের ম্যাচে গত কোপা আমেরিকার ফাইনালিস্ট কলম্বিয়ার মুখোমুখি হবে শিরোপাধারী আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে খেলবে চিলি।












সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২