সাম্প্রতিক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানসহ বিভিন্ন
অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ৯ চিকিৎসকের ইন্টার্নশিপ
স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (৫ আগস্ট) হাসপাতালের পরিচালক ডা. শেখ
ফজলে রাব্বির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সবাই
কুমিল্লা মেডিকেলের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, ‘এই মর্মে জানানো যাচ্ছে যে, আপনার (৯ চিকিৎসক) বিরুদ্ধে আনীত
অভিযোগের তদন্ত চলমান ও অমীমাংসিত বিধায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
এই হাসপাতালে ইন্টার্নশিপ স্থগিত করা হলো। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর
হবে।’
স্থগিত পাওয়া চিকিৎসকরা হলেন- ডা. আহমেদ ইমরুল কায়েস, ডা. সামিউল
হক, ডা. ফয়সাল আহমেদ, ডা. জয় সরকার, ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. প্রতীক কর,
ডা. আহনাফ রিফাত, ডা. মো. শহীদুল ইসলাম নোবেল, ডা. আইয়ুব আলী।