বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা তিন শহীদ পরিবারের দেখা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ দাউদকান্দি সুন্দলপুর ঢাকার গাও এলাকার বাসিন্দা শহীদ মাহিম, বারপাড়া ইউনিয়নের সুকিপুরের শহীদ রিফাত এবং পৌরসভার অটোচালক শহীদ বাবুর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কগন। সোমবার সকালে দাউদকান্দি উপজেলার এই তিন শহীদের বাড়িতে যান কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল আলম, রূপ মিয়া হোসেন সহ অন্যান্যরা।
এ সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদদের সমাধি পরিদর্শন করেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।
সমন্বয়ক নাজমুল আলম জানান, আমরা শুধু শহীদ পরিবারের খোঁজখবর নিচ্ছি না - চেষ্টা করছি তাদেরকে পুনর্বাসনেরও। তাদের পরিবার যেন এটা মনে না করে যে তারা সন্তান হারিয়েছে, বরং তাদের পরিবার যেন এটা মনে করতে পারে যেন হাজারো সন্তান তাদের পাশে রয়েছেন।