শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১
সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে কুমিল্লার আদালতে হত্যা মামলা
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৯ পিএম |

সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে কুমিল্লার আদালতে হত্যা মামলাকুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মসূচি চলাকালে হামলায় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. এ জাহেরসহ ১১১ জনের নাম উল্লেখ কওে অজ্ঞাত আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ২০২৩ সালের ওই ঘটনায় গতকাল সোমবার দুপুরে কুমিল্লার ২ নং আমলী আদালতে মামলাটি রুজু করা হয়। বুড়িচং দক্ষিণ গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ মাহফুজ বাদী হয়ে মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় নিমসার-বরুড়া সড়কের প্রবেশ পথে ২০২৩ সালের ৩০ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি পালনকালে সন্ধ্যা আনুমানিক ৬ টায় সাবেক এমপি এম.এ জাহের, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, ভারেল্লা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, মিজানুর রহমান খাঁন, সাবেক জেলা পরিষদ সদস্য তারেক হায়দারের নির্দেশে অন্যান্য আসামিরা বিএনপি’র উপস্থিত নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এসময় অন্যান্য নেতা-কর্মীরা পালিয়ে প্রাণ বাঁচাতে পারলেও আসামিরা বুড়িচং মোকাম ইউনিয়নের বিএনপি’র অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় ৬ নং আসামি বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছির খাঁন তাকে লোহার রড দিয়ে, ৭ নং আসামি ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন সোহাগ, ৮ নং আসামি করিম খাঁন রিপন, ৯ নং আসামি মোঃ অরুপ পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলায় জাকির মাটিতে লুটিয়ে পড়লে ১১ নং আসামি ষোলনল ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন শর্টগান দিয়ে শরীরে একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। একই সময়ে অন্যান্য আসামিদের সকলে লোহার রড,পাইপসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এরপর লাশ ফেলে চলে গেলে স্থানীয়দের সহযোগীতায় মামলার বাদী বুড়িচং থানাকে বিষয়টি জানালে তারা সহযোগীতা করতে অস্বীকৃতি জানায়। এরপর প্রথমে স্থানীয় ইষ্টার্ণ মেডিকেল ও পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পোষ্ট মর্টেমের জন্য নিয়ে গেলেও কারো কাছ থেকে কোন সহযোগিতা পায়নি। পরবর্তীতে রাজনৈতিক প্রভাবসহ প্রাণনাশের হুমকিতে মামলা করাও সম্ভব হয়নি। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর অনুকূূল অবস্থার কারণে সোমবার কুমিল্লার ২ নং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বুড়িচং উপজেলা সদরের বুড়িচং দক্ষিণ গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ মাহফুজ বাদী হয়ে সাবেক এমপিসহ ১১১ জন নেতা-কর্মীর নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন।
আদালতে মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মু. জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, যেহেতু অনেকদিন পূর্বে ভিকটিমের মৃত্যু হয়েছে; তাই আদালত জানতে চেয়েছেন এ ঘটনায় পূর্বে কোনো অপমৃত্যু বা অন্য কোনো মামলা হয়েছে কি না। এ বিষয়ে বুড়িচং থানাকে তদন্ত করতে বলা হয়েছে। প্রতিবেদনের পর হয়তো আদালত থেকে মামলার বিষয়ে মূল আদেশ আসবে। 
অন্য আসামীরা হল- ১০, মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ১২ উপজেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, ১৩মোবারক হোসেন পারুয়ারা, ১৪ মাসুদ মোকাম যুবলীগ সভাপতি, ১৫ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিএমএন জাকারিয়া, ১৬ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, ১৭খন্দকার মোতাব্বির আহমেদ জনি, ১৮ শাহীন মিয়া, ১৯ আব্দুল্লাহ আল মামুন আকাবপুর  ২০ মিজানুর রহমান আকাবপুর, মোঃ সেলিম মাইজ খার ইউনিয়ন পরিষদর চান্দিনা, ২২ ফারুক আহমেদ গারুচোর, ২৩ আব্দুর রব পারুয়ারা, ২৪ কাউসার ভারেল্লা, ২৫ অলি খান বুড়িচং সদর, ২৬ রেজাউল করিম সোন্দ্রম, ২৭ কামরুল হাসান গাজীপুর, ২৮ জামাল হোসেন জগতপুর ২৯ ময়নাল হোসেন গাজীপুর ৩০ মোঃ আতিক জগতপুর, ৩১ জসিম উদ্দিন কোরপাই, ৩২ অলি উল্লাহ সিন্দূরিয়া পাড়া ৩৩ কামাল হোসেন ৩৪ আব্দুল মালেক ৩৫ মহসিন গাজীপুর , ৩৬মাহাবুব আলম দার্গাপুর, ৩৭ আবুল কালাম মাইজখার ইউনিয়ন চান্দিনা, ৩৮ মুক্তার হোসেন আদর্শ সদর, ৩৯ জসিম উদ্দিন, ৪০ মোঃ গোলাম মোস্তফা শিকারপুর ৪১ জিলানী মোকাম ৪২ মোঃ ইমন মহিষ মারা,৪৩ জয়নাল আবেদীন খাড়াতাইয়া,৪৪ মোঃ রাসেল নয়া কামতা,৪৫ আবু মিয়া কোরপাই, ৪৬ সিরাজুল ইসলাম ৪৭ আবুল কাসেম ৪৮ মাহাবুব আলম ৪৯ মুরগী মোবারক আগানগর, ৫০ মোঃ মিজান জগতপুর , ৫১ গিয়াস উদ্দিন বুড়িচং সদর , ৫২ নাজমুল হাসান খাড়াতাইয়া ৫৩ মিজানুর রহমান কালিকা পুর, ৫৪ মোঃ রুহুল আমিন গাজীপুর, ৫৫ মোঃ আব্দুল খালেক ৫৬ মো ঃ শাহজাহান ৫৭ মোঃ অপু গাজীপুর ৫৮ মোঃ ইউনুস মিয়া পশ্চিম সিংহ, ৫৯ শাহজাহান দয়ারামপুর, ৬০ নাসির উদ্দীন বুড়িচং সদর, ৬১ মামুস মিয়া কংশনগর, ৬২ মোঃ হাফেজ মোকাম ৬৩ সাইফুল ইসলাম ৬৪ মেহেদী হাসান জগতপুর পশ্চিম পাড়া,৬৫ তানভীর জগতপুর, ৬৬ াশাহ আওরঙ্গ জেব সম্রাট নয়মতলা ৬৭ আবুল হাসেন খাড়াতাইয়া , ৬৮ মোঃ হাসান ছোট হরিপুর , ৬৯ ফখরুল ইসলাম আজ্ঞা পুর, ৭০ মোঃ জামালুল কবির মেম্বার আজ্ঞা পুর, ৭১ আরিফুল ইসলাম খাড়াতাইয়া, ৭২ মোঃ হারুন ময়নামতি, ৭৩ মোঃ সুজন ময়নামতি,৭৪ ইউসুফ রামপুর ৭৫ পারভীন আক্তার রামপুর, ৭৬ নজরুল ইসলাম জামাই নজরুল রামপুর ৭৭ মনির হোসেন জিয়াপুর ৭৮ মোঃ ভুট্ট ফরিজপুর, ৭৯ আলিফ রায়হান হামিদ পশ্চিম সিংহ,৮০ ফারুক মেম্বার পশ্চিম সিংহ, ৮১ মোঃ রিপন রামপুর, ৮২ নজরুল ইসলাম রামপুর ৮৩ মোঃ সুমন ভূইয়া জগতপুর, ৮৪ মোশাররফ হোসেন আলিফ ব্রাহ্মণপাড়া, ৮৫ ফারুক আহমেদ খোদাইধূলী ৮৬ রবিউল খান জামতলা, ৮৭ মোঃ মোহসিন হোসেন ব্রাহ্মণপাড়া, ৮৮ এরশাদ মিয়া মহিষমারা, ৮৯ গোফরান খাড়াতাইয়া, ৯০ শাহ আলম খাড়াতাইয়া ৯১ মোঃ বাদল পয়াত, ৯২ মোঃ জাকির হোসেন ইছাপুরা, ৯৩ মজিবুর রহমান ৯৪ রবিউল হাসান সাদকপুর, ৯৫ বাচ্চু কেরানী জগতপুর, ৯৬ আবুল কাসেম পাইকোঠা, ৯৭ কামাল হোসেন আজ্ঞা পুর ৯৮ আব্দুল করিম পিতাম্বর ৯৯ মোঃ লিটন আনন্দপুর, ১০০ কাজী আনোয়ার হোসেন খায়রুল ব্রাহ্মণপাড়া, ১০১ দেলোয়ার হোসেন বাচ্চু ১০২ হাসেম মেম্বার, ১০৩ আব্দুল জলিল ১০৪ জাকির হোসেন ১০৫ মোঃ রেজাউল জগতপুর ১০৬ আবুল কালাম রাজার খোলা সদর দক্ষিণ, ১০৭ সাদ্দাম খান শংকুচাইল, ১০৮ শাহপরান মানজন আজ্ঞাপুর, ১০৯ মোঃ অর্নব মোকাম ১১০ মোঃ রাসেল চৌধুরী লোহাই মুরি বুড়িচং কুমিল্লা।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় রোপা আমন ধান কাটার উৎসব
কুবি শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে উদ্যোগ নেই
নগরীর চাঙ্গিনীতে দখলকৃত সরকারি রাস্তাটি আজও দখলমুক্ত হয়নি
যাত্রীদের চরম দুর্ভোগ লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘন্টা পর ছেড়ে গেলো ট্রেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লটারীতে যাদের নাম আসেনি, তারা যাবেন কোথায় ?
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উদ্বোধন
মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২