বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র উদ্যোগে সারাদেশের ন্যায় কুমিল্লা জোনের পক্ষ হতে নাঙ্গলকোট শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টম্বর) সকালে নাঙ্গলকোট পৌরসভা ও বিকেলে বাগড্ডা এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা।
খাদ্য-সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিজ’র কুমিল্লা জোনাল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, লাকসাম সাবজোনাল ম্যানেজার সমীর কুমার কুন্ড, কুমিল্লা জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার রিপন রায়, নাঙ্গলকোট শাখার ব্যবস্থাপক মো. মোর্শেদ আলমসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বন্যার্তদের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মাঝে ছিল- চাল. ডাল, তেল, মুড়ি, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।
বিজ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমরা ফেনী জেলার সাতটি শাখা ও নোয়াখালী জেলার চারটি শাখা এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও লাকসামসহ বিভিন্ন জায়গায় পানিবন্দি লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ক্রমান্বয়ে অন্যান্য জেলায় পানিবন্দি বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবো।