যেখানে শেষ
করেছিলেন সেখানেই যেন শুরুটা করলেন সাকিব আল হাসান। অবশ্য ব্যাটে নয়,
বোলিংয়ে। তবে সুযোগ আছে ব্যাটিংয়েও রাঙানোর। ২০১৯ বিশ্বকাপে এই টনটনেতেই
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
১২৪ রানের ইনিংসের বিপরীতে এবার এই মাঠের ফেরাটা ৯৭ রানে ৪ উইকেট দিয়ে রাঙিয়েছেন।
মাঠ
একই হলেও দলের নামে পরিবর্তন এসেছেন। বাংলাদেশের বিপক্ষে এবার খেলেছেন
কাউন্টির দল সারের হয়ে। সেটিও আবার ২২ বারের চ্যাম্পিয়নদের হয়ে অভিষেকে।
এক
ম্যাচের জন্য অবশ্য এই দলের হয়ে খেলবেন তিনি। সমারসেটের বিপক্ষে ম্যাচ
শুরুর আগে জানিয়েছিলেন, সারের হয়ে ছাপ রাখতে চান তিনি। সেই ছাপ রাখলেন বল
হাতে নিয়েই।
টনটনে সবমিলিয়ে ৩৩.৫ ওভার বোলিং করেছেন তিন সংস্করণের সাবেক
বিশ্বসেরা অলরাউন্ডার। ৯৭ রান দিয়ে শিকার করেছেন সমারসেটের টম অ্যাবেল,
কেসি অলড্রিজ, ক্রেগ ওভারটন ও ব্রেট র্যান্ডেলকে। এর মধ্যে দলীয় ৯০তম
ওভারে আউট করেন অলড্রিজ ও ওভারটনকে। সমারসেটের প্রথম ইনিংসের শেষটা করেছেন
র্যান্ডলকে এলবিডব্লুর ফাঁদে ফেলে। তার ৪ ও পেসার ড্যানিয়েল ওরেলের ৩
উইকেটের বিনিময়ে ৩১৭ রানে সমারসেটকে অলআউট করেছে সারে।
এর আগে উস্টারশায়ারের হয়ে দুই মৌসুম মিলিয়ে ৯ ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছিলেন ৪১২। আর তার নামের পাশে উইকেট ছিল ৪২টি।