কুমিল্লায়
চাঁদাবাজীর অভিযোগে জেলার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগকারী জেলার সদর দক্ষিণ থানার রাজাপাড়ার গোয়ালমথন এলাকার মৃত সিরাজুল
ইসলামের পুত্র মো: জাহাঙ্গীর হোসেন (৫৬)। গত চার সেপ্টেম্বর সদর দক্ষিণ
থানার বাউবন্দ এলাকায় হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তবে এই বিষয়ে
মুখ খুলতে রাজী নয় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত পাঁচ
আগষ্টের পর থেকে বিবাদী মো: আবু সাঈদ সহ অজ্ঞাত তিন/চার জন মিলে বাদীসহ
বাদীর নিকট আত্মীয়দের নিকট চাঁদা চেয়ে বিরক্ত করে আসছে। বাদী চাঁদাবাজদের
বিরুদ্ধে কথা বলায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে তার নিকট এই চাঁদা দাবী করে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত চার সেপ্টেম্বর দুপুর বেলা সদর দক্ষিণ উপজেলার
বাউবন্দ এলাকায় বাদীকে আক্রমণ করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। আহত বাদী মো:
জাহাঙ্গীর হোসেনকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করে। কুমেক হাসপাতালে তিনদিন চিকিৎসা শেষে তিনি এখন
বিশ্রামে আছেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশের উপ পরিদর্শক
(নিরস্ত্র) মো: জিয়াউর রহমান এই প্রতিবেদককে মুঠো জানান, বিষয়টি তদন্ত চলছে
আর তদন্তাধীন বিষয়ে কোন মন্তব্য করা যাবেনা।