কুমিল্লায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। জেলার সাহেবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।
সে ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রজনতার উপর গুলি বর্ষণ করেছিলো বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করে। তার বাসা তল্লাশি করে কোন অস্ত্র পাওয়া যায় নাই।
তাকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।