শতবর্ষের
ঐতিহ্যে লালিত কুমিল্লার ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের
৫৬তম অধ্যক্ষ হিসেবে আজ বৃহস্পতিবার পূবাহ্নে যোগদান করেছেন প্রফেসর মো:
আবুল বাশার ভূঁঞা। এর আগে সকাল ১০টায় নতুন অধ্যক্ষ কলেজে আগমনের পর
প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সাধারণ
শিক্ষার্থীরা করতালি ও শ্লোগানে শ্লোগানে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এরপর
নতুন অধ্যক্ষ অফিস কক্ষে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক
কর্মকর্তাবৃন্দ ও আগত অতিথিদের সাথে পরিচিত হন এবং কোশল বিনিময় করেন।
উপস্থিত শিক্ষক কর্মকর্তাবৃন্দ নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানান এবং
ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজের ঐতিহ্য ও সম্মান ফিরিয়ে আনতে অধ্যক্ষকে
সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। নতুন অধ্যক্ষ তার আলাপচারিতায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রক্তের ঋণ অত্যন্ত শ্রদ্ধার সাথে
স্মরণ করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কারণেই দক্ষিণ বাংলার
বাতিঘর, প্রাচীন বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ
হিসেবে যোগদান করতে পেরেছেন। তিনি শুভেচ্ছা জানাতে আগত সকল শিক্ষক
কর্মকর্তা, অতিথি ও কর্মচারিদের ধন্যবাদ জানান এবং আগামী দিনের জ্ঞানচর্চার
বাতিঘর হিসেবে ভিক্টোরিয়া কলেজের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সুশাসন
প্রতিষ্ঠায় নিজের অভিপ্রায় দৃঢ় কন্ঠে ব্যক্ত করেন। দুপুরের পর সদ্য
যোগদানকৃত অধ্যক্ষ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও হোস্টেল সুপারদের সাথে
মতবিনিময় সভায় অংশ নেন।
সাধারণ শিক্ষার্থীদের দাবি, নতুন অধ্যক্ষ
দূর্নীতি ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার হবেন এবং ছাত্রদের ন্যায্য
অধিকার প্রতিষ্ঠা করবেন। সাথে সাথে কলেজের শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করবেন।
উল্লেখ্য
যে, গত ৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের
উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াছমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভিক্টোরিয়া কলেজের
অধ্যক্ষসহ ৪৬জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। এছাড়া ২১ আগষ্ট, ২০২৪ তারিখে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রফেসর ড. আবু জাফর খান পদত্যাগ করতে
বাধ্য হন।