ভয়াবহ
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে
খোলা ত্রাণ তহবিলে ১৭ লক্ষ ৭১ হাজার টাকা অনুদান প্রদান করেছে কুমিল্লার
মুরাদনগর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী
কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন
কায়কোবাদের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয়।
ঢাকার নয়াপল্টনের বিএনপির
কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড
এম জাহিদ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক
মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর
জেলা বিএনপির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক
ফারুক সরকার মজিব, রকিবুল হক রতন, জহির সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক
সোহেল সামাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক
শিপন, বাবুটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও বাঙ্গরা
পূর্ব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাছির সরকার প্রমুখ।