রোববার ২২ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১
বুড়িচংয়ে নিখোঁজের চারদিন পর অটোচালকের লাশ উদ্ধার
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১২ এএম |


 বুড়িচংয়ে নিখোঁজের চারদিন পর অটোচালকের লাশ উদ্ধার
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর পোস্ট অফিস এলাকায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক অটোরিকশা চালকেরলাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মৃত আছমত আলীর ছেলে। গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তার মরদেহ ফেলে পালিয়ে গেছে।
নিখোঁজের ৪ দিন পর শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে আবুল কালাম আজাদ (৫০) পেশায় একজন অটোরিকশা চালক। তিনি গত ৪ দিন আগে মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। তবে তিনি নিখোঁজের পর থানায় কোন জিডি না কওে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। স্থানীয় লোকজন শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর রামপুর পোস্ট অফিস এলাকার জিহান ফুটওয়্যার সংলগ্ন তোফাজ্জল হোসেনের পুকুরে একটি অজ্ঞাত লাশ ভাস থেকে পুলিশ কে খবর দেয়। বুড়িচং থানার এস আই লিটন ঘোষ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
স্থানীয় সূত্র জানায় ধারণা করা হচ্ছে আবুল কালাম আজাদ এর অটোরিকশা টি হয়তো কোন ছিনতাই কারী চক্র ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়। অপর দিকে একই এলাকায় গত ২৯ সেপ্টেম্বর ময়নামতি ইউনিয়ন এর শাহ দৌলতপুর গ্রামের অটোরিকশা চালক সঞ্জিত চন্দ্র দেবনাথ(৫৮) কে হত্যা করে লাশ পুকুরে ফেলে অটোরিকশা নিয়ে যায়।
এ ব্যপারে এস আই লিটন ঘোষ বলেন নিহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া গেছে। রামপুর এলাকায় একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। লাশের শরীরে পচন ধরেছে তারনা করা হচ্ছে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর রহস্য বের হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।













সর্বশেষ সংবাদ
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
‘দখলদারিত্ব বন্ধ হয়নি, শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে’
লালমাইয়েবাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে ... হাবিব উন নবী সোহেল
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২