কুমিল্লার
বুড়িচং উপজেলার রামপুর পোস্ট অফিস এলাকায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক
অটোরিকশা চালকেরলাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার
মালাপাড়া ইউনিয়নের মৃত আছমত আলীর ছেলে। গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তার
মরদেহ ফেলে পালিয়ে গেছে।
নিখোঁজের ৪ দিন পর শুক্রবার দুপুরে তার মরদেহ
উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে
প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ব্রাহ্মণপাড়া
উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে আবুল কালাম
আজাদ (৫০) পেশায় একজন অটোরিকশা চালক। তিনি গত ৪ দিন আগে মঙ্গলবার সকালে
অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। তবে তিনি নিখোঁজের পর থানায়
কোন জিডি না কওে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি সম্ভাব্য সকল স্থানে
খোঁজাখুঁজি করেন স্বজনরা। স্থানীয় লোকজন শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর রামপুর পোস্ট অফিস এলাকার জিহান ফুটওয়্যার
সংলগ্ন তোফাজ্জল হোসেনের পুকুরে একটি অজ্ঞাত লাশ ভাস থেকে পুলিশ কে খবর
দেয়। বুড়িচং থানার এস আই লিটন ঘোষ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
স্থানীয় সূত্র জানায় ধারণা করা হচ্ছে
আবুল কালাম আজাদ এর অটোরিকশা টি হয়তো কোন ছিনতাই কারী চক্র ছিনিয়ে নিয়ে
তাকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়। অপর দিকে একই এলাকায় গত ২৯ সেপ্টেম্বর
ময়নামতি ইউনিয়ন এর শাহ দৌলতপুর গ্রামের অটোরিকশা চালক সঞ্জিত চন্দ্র
দেবনাথ(৫৮) কে হত্যা করে লাশ পুকুরে ফেলে অটোরিকশা নিয়ে যায়।
এ ব্যপারে
এস আই লিটন ঘোষ বলেন নিহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া গেছে। রামপুর এলাকায়
একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায়
অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। লাশের শরীরে পচন ধরেছে তারনা করা হচ্ছে
হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি
সাপেক্ষে মৃত্যুর রহস্য বের হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের
করার প্রস্তুতি চলছে।