দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত
এই যানজট স্থায়ীত্ব লাভ করে।
মহাসড়কের
জিংলাতলী থেকে বারপাড়া এলাকা পর্যন্ত ঢাকামুখী এবং হাসানপুর থেকে গৌরীপুর
বাসস্ট্যান্ড পর্যন্ত কুমিল্লামুখী তীব্র এ যানজট সৃষ্টি হয়।
যানজটে
আটকা পড়ে যাত্রীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। প্রখর রৌদ্র আর প্রচন্ড
গরমে অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী। ভারী মালামাল ও ছোট শিশুদের কোলে নিয়ে
অনেকে ৭/৮ কি.মি. পায়ে হেঁটে গন্তব্যস্থানে যেতে দেখা গেছে। রোগী নিয়ে
অ্যাম্বুলেন্স গুলোকে পড়তে হয়েছে চরম বিপাকে।
এদিকে এলোপাথারি ও
উল্টোপথে গাড়ি চলাচলের কারণে যানজট আরো তীব্র আকার ধারণ করে। মহাসড়কে থ্রি
হুইলার চলাচল কারণে দূরপাল্লার যান চলাচলে ঘটছে মারাত্মক ব্যাঘাত।
দাউদকান্দি
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, সাপ্তাহিক ছুটির দিনে
অতিরিক্ত গাড়ির চাপ এবং এলোপাথারি ও উল্টোপথে গাড়ি চালানোর কারনেই যানজট।
যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ সড়কে কাজ করছেন।