নিজস্ব
প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেছেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারো আহবানের অপেক্ষায় বসে
থাকবেন না। যখন প্রয়োজন হবে তখনো তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে
আসবেন।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মো:
শাহজাহান বলেন, বর্তমান যে অর্জন তা একক কারো নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন, এ অর্জন একক কারো নয়। এ অর্জন
বাংলাদেশের স্বাধীনতাকামী দেশপ্রেমিক সকল জনগণের অর্জন। মেহনতী অর্জন;
ছাত্রজনতার আন্দোলনের ফসল। আমরা এ অর্জন ধরে রাখতে চাই। আমাদের নেতাদেরকে
কথা বলতে সতর্ক থাকতে হবে- যেন আমাদের কথায় মানুষের মনে কোনো কষ্ট না হয়।
আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতা তাদের রহমান জাতীয় ঐক্যের
সার্থে উনি বলেছেন, আমরা এককভাবে ক্ষমতায় যেতে চাই না। আমরা জাতীয় সরকার
গঠন করে দেশটাকে পরিচালনা করতে চাই। এটা তার উদারতা। বিএনপির উদারতা। এ
উদারতাকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময়
সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।
বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল
মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয়
ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবুর
সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির আহবায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন
উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া,
মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা
বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ
মোল্লা টিপু কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির,
সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আলী বকুল, বিএনপি নেতা এডভোকেট আলী আক্কাস,
জসিম উদ্দিন, সাবেরা আলাউদ্দিন হেনাসহ কুমিল্লা বিভাগীয় বিএনপির আওতাধীন
কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সমাবেশ শুরুর আগে থেকেই
মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা টাউন হল মাঠে জড়ো হতে থাকেন। সমাবেশ শুরুর
পূর্বেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাউন হল মাঠ। পরে টাউন হলে স্থান
সংকুলান না হওয়ায় নেতা-কর্মীরা পাশের সড়কে অবস্থান নেন। এসময় বিভিন্ন
স্লোগানে উত্তাল হয়ে উঠে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়সহ আশপাশের এলাকা।