কুমিল্লা
জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের আয়োজনে সিরাতুন নবী সেমিনার
গতকাল ১৮ সেপ্টেম্বর বুধবার কুমিল্লা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারেহাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক
হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি মুশতাকুন্নবী কাসেমী। এয়াড়াও আলোচনা করেন
শায়খুল হাদীস আল্লামা নূরুল হক, মধুপুরের আল্লামা আব্দুল হামিদ পীর
সাহেব,মাওলানা মুফতি আমজাদ হোসাইন, মাওলানা আনিছুর রহমান আশরাফী, মাওলানা
কবির আহমেদ, মুফতি নাইমুল ইসলাম, মুফতি আবুল হাসান রাজাপুরী, মাওলানা আমজাদ
বেলাল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা
জামিল আহমেদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সোলাইমান, মাওলানা মনির
হোসাইন, মাওলানা নোমান আলমগীর প্রমুখ। এসময় আলোচকরা বলেন, আমাদের
জীবনকেরাসুল (স:) এর সুন্নাহ অনুযায়ী সাজাতে হবে। উক্ত সেমিনার থেকে আরো
দাবী করা হয় খতমে নবুয়াতকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির জন্য।