বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪
৪ আশ্বিন ১৪৩১
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর জাকির হোসেন চৌধুরীর সাথে “চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি”র শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৭ এএম |

  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর জাকির  হোসেন চৌধুরীর সাথে  “চৌদ্দগ্রাম ব্যাংকার্স  সোসাইটি”র শুভেচ্ছা বিনিময়


প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের উপজেলার কৃতি সন্তান “চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটি’র” প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন চৌধুরী। এ উপলক্ষে সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসাইনের নেতৃতে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি গর্ভনরের কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাবিবুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ, উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য ও অগ্রনী ব্যাংক অগ্রনী দুয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান, আন্তজার্তিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খান, এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ নাসির উদ্দিন চৌধুরী, সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের, সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন সহ  সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।      
উল্লেখ্য মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ হতে ইংরেজী সাহিত্যে (অনার্স) সহ মাষ্টার্স করা জনাব চৌধুরী একই বিশ্ববিদ্যালয়ে বানিজ্য অনুষদ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এর ”ডিএআইবিবি” ডিপ্লোমাধারী।   
গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তাকে গণপ্রজাতস্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ডেপুটি গর্ভনর পদে পদোন্নতি দেয়া হয়। তিনি ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বোর্ড সেক্রেটারি এবং বিএফআইইউ সহ বিভিন্ন বিভাগে গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিস ও ময়মনসিংহ অফিসের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। দাপ্তরিক প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ  বিভিন্ন দেশ ভ্রমণ করেন।  















সর্বশেষ সংবাদ
তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১৬ জন আটক; বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
দেবিদ্বারে ১১ শহীদের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
লাকসামে মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন বানভাসি সালেহা বেগম
মনোহরগঞ্জে বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
একেবারেই লাপাত্তা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, চরম ক্ষোভ !
লাপাত্তা আতিক উল্লাহ খোকন !
ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন কুমিল্লার ৩৫ জন
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী’র ইন্তেকাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২