শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৭ এএম |

 শিক্ষকদের উপর হামলার  প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন




শিক্ষকদের উপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে সারাদেশের বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এবং বৈষম্য বিরোধী সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ ২০০৫ থেকে ২০২৪ ব্যাচের আহবানে সারাদেশে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন এবং কর্মবিরতি পালন করেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জিলা স্কুল এবং নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ কুমিল্লা জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়ে মানবন্ধন কর্মসূচি পালন করেন। 
এতে বক্তব্য রাখেন- মোহাম্মদ আবদুল হাফিজ, প্রধান শিক্ষক, কুমিল্লা জিলা স্কুল, রাশেদা আক্তার, প্রধান শিক্ষক, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপাল দত্ত চৌধুরী, সিনিয়র শিক্ষক, কুমিল্লা জিলা স্কুল (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাসমাশি কুমিল্লা অঞ্চল কমিটি), মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কুমিল্লা জিলা স্কুল, (সাবেক সাংগঠনিক সম্পাদক, বাসমাশিস কুমিল্লা অঞ্চল কমিটি), জাকির হোসেন, সিনিয়র শিক্ষক, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, (সাবেক প্রচার সম্পাদক, বাসমাশিস কুমিল্লা অঞ্চল কমিটি), মোহাম্মদ জিয়াউল হক, সিনিয়র শিক্ষক, (সাবেক সাধারণ সম্পাদক, বাসমাশিস কুমিল্লা জেলা কমিটি)।
মানববন্ধনে শিক্ষকগণ নিম্নোক্ত দাবি উপস্থাপন করে তা বাস্তবায়নের জোর দাবি জানায়। 
১. শিক্ষক লাঞ্ছিতের সাথে জড়িত শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মচারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. নিয়োগ বিধি অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মোট পদের ৫০ ভাগ সিনিয়র শিক্ষকদের পদায়নের চলমান কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. সহকারী শিক্ষক হতে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের শূণ্যপদে পদায়ন করতে হবে।
৪. দীর্ঘদিনের বৈষম্য নিরসনে এন্ট্রিপদ (সহকারী শিক্ষক) ৯ম গ্রেডে উন্নীতকরণসহ ৪ স্তরীয় (সরকারি কলেজের ন্যায়) পদসোপান বাস্তবায়ন করতে হবে।
৫. বকেয়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও অগ্রিম বর্ধিত বেতন সমস্যার সমাধান করে দ্রুত মঞ্জুরী আদেশ প্রদান করতে হবে।
৫. মাধ্যমিক শিক্ষায় চলমান বৈষম্য নিরসনে ২০১০ এর শিক্ষানীতির আলোকে মাধ্যমিকের জন্য "স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর" প্রতিষ্ঠা করতে হবে।
প্রকল্প থেকে আর কোন জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা চলবে না।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় নিজস্ব ব্যানারে অবস্থানকালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিছিলে সেসিপ প্রকল্প থেকে অবৈধভাবে রাজস্ব খাতে নিয়োগ পাওয়া নিয়োগবিধিহীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাউশির কর্মচারি নেতৃবৃন্দ শিক্ষকদের মিছিলে বাঁধা ও শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। এরমধ্যে ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ কে এম আজাদ, সহকারী শিক্ষক আল নাহিয়ান গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় রোপা আমন ধান কাটার উৎসব
কুবি শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে উদ্যোগ নেই
নগরীর চাঙ্গিনীতে দখলকৃত সরকারি রাস্তাটি আজও দখলমুক্ত হয়নি
যাত্রীদের চরম দুর্ভোগ লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘন্টা পর ছেড়ে গেলো ট্রেন
বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে ... হাবিব উন নবী সোহেল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লটারীতে যাদের নাম আসেনি, তারা যাবেন কোথায় ?
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উদ্বোধন
মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২