শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
৫ আশ্বিন ১৪৩১
প্রফেসর আমীর আলী চৌধুরী আর নেই
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৯ এএম |


 প্রফেসর আমীর আলী  চৌধুরী আর নেই
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর আমীর আলী চৌধুরী আর নেই । আজ ( বৃহস্পতিবার)১১.৩৫ মিনিটে কুমিল্লা ট্রমা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
প্রফেসর আমীর আলী চৌধুরী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৩৫তম অধ্যক্ষ (১৯৯৪ সালের ১২ জুন থেকে ১৯৯৫ সালের ৩১ আগস্ট) পদ থেকে অবসরে যান। আমৃত্যু তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
বৃহস্পতিবার ৯টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা ও জানুমিয়া মসজিদ এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় কুমিল্লার সাবেক পুলিশ সুপার মালিক খসরু, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেস জামাল নাছের, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, আলহাজ¦ শাহ মোঃ আলমগীর খান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কল্যাণ পার্টির নেতা সাহিদুর রহমান তামান্না, ন্যাপ নেতা বশির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। 
পরে রাত ১০ টার দিকে জানুমিয়া মসজিদ এলাকায় দ্বিতীয় জানাযা শেষে জানুমিয়া কবরস্থানে তাকে দফন করা হবে। 
এদিকে সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর আমীর আলী চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা ভিক্টোরীয়া কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা।
এয়াছাড়াও শোক প্রকাশ করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সস্য এডভোকেট মো: জাহাঙ্গীর আলম ভূইয়া, কমলাঙ্কা সাহিত্য একাডেমিল সভাপতি ড. আলী হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নার্গিস আক্তার, অধ্যক্ষ শফিকুর রহমান, বদরুল হুদা জেনু, অধ্যাপক সমীর মজুমাদার, অভিজিৎ সিনহা মিঠু, সফিকুল বোরহান, শাহজাহান চৌধুরী প্রমুখ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।














সর্বশেষ সংবাদ
সাবেক উপাচার্য-প্রক্টরসহ ৩৬ জনের নামে মামলা
প্রফেসর আমীর আলী চৌধুরী আর নেই
মনোহরগঞ্জে বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ
মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন বানভাসি সালেহা বেগম
যানজটে নাকাল হোমনা পৌরবাসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন কুমিল্লার ৩৫ জন
তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১৬ জন আটক; বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
দেবিদ্বারে ১১ শহীদের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী’র ইন্তেকাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২