স্টাফ রিপোর্টার। জেলার লালমাই উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীকে মারধর করেছে দুর্বত্তরা। এ ঘটনায় থানায় মামলা না করার জন্য ওই ব্যবসায়ীর মোবাইল ফোনে হুমকি-ধামকি দেওয়ার পরেও লালমাই থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী।
গত ২২ সেপ্টেম্বর ( রবিবার) রাতে উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের চন্দ্রপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লালমাই থানার এজাহার সূত্রে এবং ভুক্তভোগীর বক্তব্য থেকে জানা যায়, দীর্ঘ ত্রিশ বছর যাবত বৈধভাবে এ জায়গায় ব্যবসা করে আসছে বাহারুল আলম। তার ব্যবসার প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছিল একটি চক্র। চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়িকভাবেও নানাভাবে ক্ষতি করে আসছিল। তারই প্রেক্ষিতে দলবদ্ধ হয়ে দোকানে এসে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে কয়েকজন লোক। এ সময় প্রকাশ্যে চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না ও তাকে মারধরসহ এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। কুমিল্লার লালমাই পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদের হাত থেকে উদ্ধারের পর এ ঘটনা নিয়ে লালমাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী বাহারুল আলম বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করে লালমাই থানায় এজাহার দাখিল করেছেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, হামলার ঘটনা নিয়ে তদন্ত চলছে, তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।