কুমিল্লায়
আমিনুল ইসলাম সুজন নামে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ । গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার গোপন সংবাদের
ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিনুল ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ চান্দলা ধলগ্রাম নুরুল হক
মাস্টার বাড়ীর আজিজুল হকের পুত্র।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা
যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত ২২ আগস্ট মো: সাজ্জাদ খন্দকার ও মো:
সাগর নামে দুই জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। নির্যাতনের পর
তাদেরকে হাসপাতালে ভর্তি করলে সাজ্জাদ খন্দকার চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় সাজ্জাদের মা বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ ছয়
জনকে অজ্ঞাত করে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলার
দায়েরের পর থেকে পুলিশ আসামীদের গ্রেফতারে মাঠে নামে। গত ২৮ সেপ্টেম্বর
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কোতয়ালী থানা এলাকায় অভিযান
পরিচালনা করে আসামী মো: আমিনুল ইসলাম সুজনকে আটক করে। আটকের পর পুলিশ
আমিনুল ইসলাম সুজনের নিকট থেকে জানতে পারে সে হত্যাকান্ডের সাথে জড়িত।
উক্ত ঘটনার বিষয়ে পুরো হত্যাকান্ডের বর্ণনা দেয়। জবানবন্দি শেষে আসামী
আমিনুল ইসলাম সুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।