বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট এর আয়োজনে এবং কুমিল্লা জেলা ক্রীড়া
সংস্থার সহযোগিতায় কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আগামী ১৪
অক্টোবর হতে যাচ্ছে প্রতি বছর ন্যায় বয়স ভিত্তিক বাছাই পর্ব -২০২৪-২৫ শুরু
হচ্ছে ।
বাছাই পর্ব পরিচালনা করবেন চট্রগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হক ও
চট্রগ্রাম বিভাগীয় সহকারী কোচ শামীম ফারুকী । কুমিল্লা ভ্যেনুতে অংশনেয়া
সকল খেলোয়াড়দের সহযোগিতায় থাকবো কুমিল্লা জেলা কোচ হাবিব মোবাল্লেক।
খেলোয়াড়দের অংশ গ্রহণ এর বয়স অনূর্ধ্ব ১৪ এর জন্য ০১/০৯/২০১০ বা এর পরে
জন্মগ্রহণকারী খেলোয়াড়। অনূর্ধ্ব ১৬ এর জন্য ০১/০৯/২০০৮ বা এর পরে
জন্মগ্রহণকারী খেলোয়াড়। অনূর্ধ্ব ১৮ এর জন্য ০১/০৯/২০০৬ বা এর পরে
জন্মগ্রহণকারী খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে। খেলোয়াদের করনীয়: বয়স
প্রমাণের জন্য অনলাইন জন্ম নিবন্ধন এবং স্কুল সার্টিফিকেট (চঝঈ/ঔঝঈ/ঝঝঈ)।
অটো পাশের ক্ষেত্রে স্কুল প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র এবং বাবা-মার
এনআইডি কার্ডের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি স্ট্যাম্প সাইজের
সদ্য তোলা ছবি সাথে নিয়ে আসতে হবে। আগ্রহী খেলোয়াড়রা আগামী ১৪/১০/২০২৪
তারিখ সোমবার সকাল ৮.০০ টায় উপরোক্ত কাগজপত্র ও খেলোয়াড়ী সরঞ্জাম নিয়ে
খেলোয়াড়ী পোশাক পরিধান করে উপস্থিত থাকতে হবে।
গত বছর যাদের মেডিকেল
হয়েছিল ওরাও উক্ত দিনে ট্রায়াল এর জন্য উপস্থিত থাকতে পারবে। এই কার্যক্রমে
অংশগ্রহনে কোন ধরনের অর্থের প্রয়োজন নেই। বিশেষ প্রয়োজনে জেলা কোচ হাবীব
মোহাম্মদ মোবাল্লেগ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবে খেলোয়াড়া মোবাইল
নম্বর -০১৭১৭-৮৮৬৫৯০ ।