কুমিল্লার
চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়েল ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক রুপম সেন গুপ্তের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ
মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
স্থানীয়
সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত
দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমলক প্রকল্প থেকে ব্যাপক
অর্থ লুটপাট করে। এ ঘটনায় দীর্ঘদিন যাবৎ চাপাক্ষোভ চলছিল। গত ৫ আগস্ট
সরকারের পতনের পর থেকে রুপম সেন গুপ্ত আত্মগোপনে থেকে মেডিকেল ছুটি দেখিয়ে
বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের
প্রতিবাদে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। গত কয়েকদিন আগে
তারা বিষয়টি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে। তারপর থেকেও
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ
না করায় মঙ্গলবার দুপুরে সকল শিক্ষার্থী একযোগে বিক্ষোভ মিছিল করে উপজেলা
নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। এসময় তারা রুপম সেন গুপ্তের
পদত্যাগের দাবি করে মিছিল করতে থাকে। এক পর্যায়ে তারা ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দোয়েল চত্বর এলাকা অবরোধ সৃষ্টি করে। এতে করে কিছুক্ষণের জন্য
মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন,
রুপম সেন গুপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি
বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেন। তৎকালীন সরকারের
বিভিন্ন কর্মকান্ড অংশগ্রহণের নাম করে তিনি বিদ্যালয়ে প্রায় সময় অনুপস্থিত
থাকতেন। সরকারি নিয়ম তোয়াক্কা না করে তিনি বছরের অর্ধেক সময় পার হয়ে যাওয়ার
পরেও মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষার্থীদেরকে স্কুলে ভর্তি
করাতেন। আমরা এই সকল বিষয়ে প্রতিবাদ করলে তিনি আমাদেরকে নানান ভাবে হয়রানি
করতেন। তার এই সকল অন্যায়ের প্রতিবাদে আমরা রুপম সেনের পদত্যাগের দাবি
করছি।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আমি বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
অধিদপ্তরকে লিখিত ভাবে আগেই জানিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নিতে বিলম্ব
করছে। শিক্ষার্থীরা আন্দোলন করে আমার কার্যালয়ে এসেছে। আমরা তাদের সাথে কথা
বলে এই বিষয়টির যৌক্তিক সমাধানের আশ^াস দিয়েছি।
এদিকে রুপম সেন গুপ্তের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভি না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।