নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় শ্রদ্ধা আর ভালোবাসায় উপমহাদেশের সঙ্গীতজ্ঞ, সুর
সম্রাট শচীন দেব বর্মণের ১১৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার
সকালে নগরীর চর্থা এলাকায় তার নিজ বাড়িতে স্থাপিত শিল্পীর প্রতিকৃতিতে ফুল
দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসনসহ কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা
সভায় জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার বলেন, শচীন দেব বর্মণের বাড়ি ও তার
ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। সে অনুযায়ী কাজ
করা হবে।
১৯০৬ সালের এক অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায়
জন্মগ্রহণ করেন সুর সম্রাট শচীন দেব বর্মণ। তার বাবা নবদ্বীপ কুমার বর্মণ
১৮৭০ সালের মাঝামাঝি সপরিবারে কুমিল্লা এসে বসতি স্থাপন করেন। শচীন দেব
বর্মণ কুমিল্লায় ছিলেন ১৯২৪ সাল পর্যন্ত। ১৯ বছর বয়সে তিনি চলে যান
কলকাতায়।
এরপর ১৯৪৪ সালে তিনি সপরিবারে মুম্বাই যান। মুম্বাই চলচ্চিত্র
জগতে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের মর্যাদাও লাভ করেন তিনি। ভারত সরকার তাকে
পদ্মশ্রী খেতাবে ভূষিত করে। শচীন দেব বর্মণ ১৯৭৫ সালের ৩১ অক্টোবর মারা
যান। তার শেষকৃত্য হয় মুম্বাইয়ে।