কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের ক্যাশিয়ার ইঞ্জিনিয়ার জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দমন-পীড়নে এমপি বাহারের পক্ষে অর্থ বিতরণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বুধবার রাতে দৈনিক কুমিল্লার কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সাবেক এমপি বাহারের ক্যাশিয়ার নগরীর রেইসকোর্স এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার জুয়েলকে কান্দিরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আন্দোলন চলাকালে বাহারের পক্ষে অর্থ বিতরণের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।