নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আশিকুর রহমানের বাড়ি সদর উপজেলার দুর্গাপুর এলাকায়। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত কওে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তি বুধবার রাতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।