কুমিল্লার দেবিদ্বার ও বুড়িচং উপজেলার বন্যা দূর্গত এলাকায় কৃষি খাতে উৎপাদনশীলতা বাড়াতে কৃষক পর্যায়ে বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ করেছে এ আর মালিক সিডস। গতকাল বৃহস্পতিবার (৩অক্টোবর) সকালে বুড়িচং এলাকার ভরাসার ও দেবিদ্বার উপজেলার প্রায় ৩০০ ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতের বীজ বিতরণ করেছেন এ আর মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায়, বুড়িচং উপজলো কৃষি অফিসার আফরিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান, মো. হুমায়ুন কবির, ছাত্র প্রতিনিধি রিহাদ সিদ্দিকীসহ বুড়িচং ও দেবিদ্বার উপজেলার সকল কৃষি উপসহকারী র্কমর্কতা ও কর্মচারীবৃন্দ। এ আর মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক বলেন, সম্প্রতি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে দেবিদ্বার ও বুড়িচং উপজেলার হাজার হাজার হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই ক্ষতি পুষিয়ে দেয়ার সাধ্য আমাদের নেই। মালিক সিডস শুধু যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের ঘুরে দাঁড়ানোর জন্য হাত বাড়িয়েছে। আপনার জমিগুলোতে আবার চাষ শুরু করুন, এখন জমিগুলো উর্বর হয়েছে। আশা করছি এই বীজগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তিনি আরও বলেন, মালিক সিডস’র বীজগুলো উন্নত মানের আপনারা ব্যবহার করলে এর গুনাগুন উপলব্ধি করতে পারবেন। আপনারা মালিক সিডসের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব। দিদারুল হোসেন রাসেল’র পরিচালনায় বীজ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এ আর মালিক সিডসের সেলস ম্যানেজার কৃষিবিদ ড. শরিফুল ইসলাম, এরিয়া ম্যানেজার খোরশেদ আলম, মেসার্স সবুজ বীজ ভান্ডারের (ডিস্ট্রিবিউটার) আব্দুল মবিন, কৃষি বীজ ভান্ডারের (ডিলার) মো. তাজুল ইসলামসহ আরও অনেকে। পরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে করলা, বাধাকপি, টমেটো, মরিচ, মিষ্টি কুমড়া বীজ বিতরণ করা হয়।