ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে দাউদকান্দিতে ৫টি পৃথক সড়ক দূর্ঘটনায় ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে এসকল দূর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ
জানায়, বেলা ১১ টায় মহাসড়কের জিংলাতলীতে কুমিল্লাগামী একটি চাউল বোঝাই মিনি
পিকআপ উল্টে যায়। এতে চালক ও হেলপার আহত হয়। দুপুরে ইলিয়টগঞ্জ রিলায়েবল
পাম্পের সামনে গৌরীপুরগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে
পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হয়। বিকেল ৩ টায় গৌরীপুর রাবেয়া পাম্পে
সামনে অজ্ঞাত গাড়ির চাপায় একটি মোটরসাইকেল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এতে চালক
ও আরোহী গুরুত্ব আহত হয়। অপরদিকে গৌরীপুর ঈসাখাঁ পাম্পের সামনে
কুমিল্লাগামী দুটি কার্ভাডভ্যান ও একটি ট্রাকের সংর্ঘষে তিনটি গাড়ি চালক ও
হেলপার আহত হয়। এছাড়াও গৌরীপুর-মতলব সড়কে নোয়াগাঁও এলাকায় মতলব এক্সপ্রেস
যাত্রীবাহী বাস রাস্তার পাশে পড়ে যায়। পৃথক এসব দূর্ঘটনায় কোনো নিহতের ঘটনা
ঘটেনি। আহতদের দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা
প্রদান করা হয়।
দূর্ঘটনায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হলে দাউদকান্দি
হাইওয়ে থানা, দাউদকান্দি মডেল থানা, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও ট্রাফিক
বিভাগের পুলিশ সদস্যরা দীর্ঘ সময় কাজ করে যান চলাচল স্বাভাবিক করে।
দূর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশ হেফাজতে। ধারণা করা হচ্ছে বৃষ্টির
কারনে এ দূর্ঘটনা হতে পারে।