কবির
হোসেন, তিতাসঃ জাতী জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে তিতাসে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জন্ম,
মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই শ্লোগানকে সামনে রেখে রোববার ৬
অক্টোবর বেলা এগারোটায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। এসময়
উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের
অন্তর্বর্তীকালিন সরকার কর্তৃক নিয়োগকৃত নিবন্ধকগণ, ইউপি সচিবগণ, চিকিৎসক ও
সাংবাদিকবৃন্দ। সঠিক জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ প্রদান এবং যাতে কোনো
সেবাগ্রহীতা হয়রানির শিকার না হয় সে খেয়াল রাখতে ইউপি সচিবদের নির্দেশনা
দেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।