বিশেষ
প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ
মুহাম্মদ রেজাউল করিম বলেছেন-‘ঐক্যের ডাক এসেছে। আমরা চাই ইসলামী দলগুলোর
একটিমাত্র বাক্স থাকুক। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে হবে।’
কুমিল্লার
চান্দিনা উপজেলা সদরের মোকামবাড়ী শাহী ঈদগাহ্ মাঠে রবিবার (৬ অক্টোবর)
বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার
বিচারসহ ৪ দফা দাবিতে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব
কথা বলেন।
তিনি বলেন- ‘বিজাতিরা বিশ^ দরবারে ইসলামকে এমনভাবে
উপস্থাপন করেছে যে মানুষ ইসলামের কথা শুনলে ভয় পায়। আসলে ইসলাম শান্তির
ধর্ম। ভয়ের জিনিস না। ইসলামে চোরের হাত কাটার নিয়ম আছে। তবে ব্যাখ্যাটা
জানতে হবে। চোর দুই প্রকার, অভাবি চোর, স্বাভাবী চোর। ক্ষুধার জ¦ালায় বা
অভাবি চুরি করলে তাকে ক্ষমা করা যায়। কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ
ও আমলারা হচ্ছে স্বভাবী চোর। তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে
পাচার করেছে। তাদের কয়েক জনের হাত কেটে দিলে অন্যরা সাবধান হয়ে যাবে।’
৫
আগস্ট এর বিষয়ে তিনি বলেন- ‘ছাত্র-জনতার আন্দোলনে কত মায়ের বুক খালি হলো,
কত মেধাবী জীবন দিলো আরেক দিকে একদল লোক লুট-পাট নিয়ে ব্যস্ত হয়ে পরলো।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
সমাবেশে ইসলামী আন্দোলন
বাংলাদেশ চান্দিনা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমীর সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তৃতা করেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয়
দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, বরিশালের জাগুয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফ্তী হেদায়াতুল্লাহ্ খাঁন আজাদী, ইসলামী
আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কুমিল্লা
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা
সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূর হোসাইন,
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন,
উত্তর জেলা সভাপতি কে.এম হুমায়ূন কবির, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয়
প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি
হোসাইন আহমাদ। সমাবেশ সঞ্চালন করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা
শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার ও যুব আন্দোলন চান্দিনা উপজেলা
শাখার সহ-সভাপতি জোবায়ের খাঁন ফরাজী।