কুমিল্লার লাকসামে হেফাজতে ইসলাম বাংলাদেশ'র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা সভাপতি মাওলানা শামসুল ইসলাম জিলানী বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশে ইসলাম রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে। দুর্দিনে অনেকে হেফাজত থেকে দূরে সরে ছিলেন কমিটিতে নাম দিতেও অনিহা প্রকাশ করেছেন। আজকে অনেকেই সরব হচ্ছেন। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। প্রত্যেকটি জেলা, উপজেলা, থানা এবং ওয়ার্ড কমিটিতে হেফাজতের নেতৃবৃন্দ ইসলাম রক্ষায় এক একটি স্তম্ভ হিসেবে কাজ করবে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে লাকসাম উপজেলা সদরে আয়োজিত হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখার পরিচিতি সভায় তিনি এ কথাগুলো বলেন।
লাকসাম উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শিল্পপতি নাসির উদ্দিন মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা মুফতি ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, লাকসাম উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা খোরশেদ আলম, মাওলানা নুরুল ইসলাম ফয়েজী, হাফেজ মাওলানা জাকির হোসেন বেলালীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কমিটির উপদেষ্টা মুফতি সফি উল্লাহ, হাফেজ আহমদ, মুফতি জুনায়েদ কাসেমী, সেলিম মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।