কুমিল্লার বরুড়ার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সামীম হোসেন বরুড়া উপজেলায় খেলা দেখতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন। ঘটনাটি ৭ অক্টোবর ২৪ ইং দুপুরে এ ঘটে।
জানা যায়, সোমবার গ্রীষ্মকালীন ফাইনাল খেলা দেখতে বরুড়ায় আসে শামীম হোসেন। খেলা দেখে বাড়ির উদ্দেশ্যে পিকাপে উঠে বন্ধুদের সাথে। দেওড়া গ্রামের দাদা ভাই মার্কেটের মোরে গেলে গাড়ি ঘুরাতের সময় সামীম ছিটকে পড়ে চাকার নীচে পড়ে যায়। সাথে সাথে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করে।
সে মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পায় বলে ডাক্তার জানান। সে আড্ডা গ্রামের আমিন বাড়ির জালাল এর ছেলে বলে জানা যায়। সে ৭ম শ্রেণীর গ শাখার রোলনং ৪ শিক্ষার্থী ছিলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল ওয়াদুদ বলেন, সে কখন খেলা দেখতে গেছে আমি জানি না। মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে ছুটে এসেছি। আল্লাহ পাক তাঁকে জান্নাতবাসী করুক। আল্লাহ তায়ালা তার পরিবার কে শোক সহিবার তৌফিক দান করুক। এ কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা বলেন, ঘটনাটি এই মাত্র শুনেছি। ঘটনাটি নিঃসন্দেহে বেদনা দায়ক।
উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কে এ বিষয় বিশদভাবে জেনে আমাকে জানাতে বলেছি। এ ধরনের দূর্ঘটনা মনে অনেক ব্যাথা পাই।